গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর ৪৯তম বার্ষিক সাধারণ কাউন্সিল বঙ্গভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোহাম্মদ আবদুল হামিদ। পরে সভায় অতিথিদের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী । এ অনুষ্ঠানে স্কাউটিং এ অসামান্য অবদানের জন্য এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সারাদেশে মোট ২৪ জন স্কাউটারকে স্কাউটিং এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” এবং ২৪ জন স্কাউটারকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” প্রদান করা হয়।