সৌদি মন্ত্রীপরিষদের এক সভায় স্বাস্থ্য খাতে কর্মরতদের মধ্যে করোনা মহামারিতে যারা মৃত্যুবরণ করছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল করে দেয়া হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়।
সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ গৃহীত সিদ্ধান্তে সম্মতিতে সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
গেজেটে বলা হয়েছে মৃত কর্মী সরকারি বা বেসরকারি, সামরিক কিংবা বেসামরিক, সৌদি নাগরিক বা প্রবাসী যেই হোক, যেসকল কর্মী স্বাস্থ্য খাতে কর্মরত অবস্থায় দুই মার্চ ২০২০ তারিখের পরে করোনা মহামারির কারণে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার এই অর্থ পাবেন।
সৌদি আরবে কর্মরত করোনা সম্মুখযুদ্ধা বাংলাদেশি বেশ কয়েকজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সেসময় ডাক্তারদের পক্ষ থেকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও দূতাবাসে মৃত স্বাস্থ্যকর্মীদের পরিবারকে বিশেষ সহায়তা দেওয়ার দাবি করা হয়েছিল।