‘এখনো সময় আছে, সঞ্চয় কর’।
-’বিদেশে কত বছর ধরে আছ , সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল- তোমার কাছে কত টাকা আছে, সেটা। দেশে কত টাকা পাঠাইছ সেটা ব্যাপার না , কত ক্যাশ করছ- নিজের পকেটে সেটা হল আসল কথা।
দেশে কতজনরে টাকা দিয়ে কার জীবন গড়ে দিসি , সেই ইতিহাস মনে রেখে কোনো লাভ নেই । নিজের জন্য কি করেছেন, নিজের ভবিষ্যতের জন্য কি জমিয়েছেন, সেই হিসেব কর |
যে মুখগুলোকে আজ ভিডিও কলে হাসতে দেখ , বিপদে সে মুখগুলোকেই খুঁজে পাবে না , আর এটাই বাস্তবতা |
নিজের বুঝটা নাকি পাগলেও বুঝে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, প্রবাসীরা নিজের বুঝটা কখনই বুঝে না। তবে নিজের করা ভুলটা কিন্তু একদিন ঠিকই বুঝে, তখন আর কিছু করার থাকে না। স্বার্থ আর অর্থ না থাকলে, খুব কাছের আপনজনগুলো খুব দ্রুতই অচেনা হতে থাকবে। এতে তোমার পরিবার বাঁ আত্বীয়দের দোষারোপ করে কোন লাভ নেই, কারণ এটাই স্বাভাবিক, মধু ছাড়া ফুলে কখনো ভ্রমর আসে না।
রোদের প্রখরতায় পোড়া চামড়া, ক্যাটারিং এর খাবার খাওয়ার পরেও যেনো অভুক্ত পেট, রাতের ছাড়পোকার কামড়, অক্লান্ত পরিশ্রম- এত কিছু পর মাস শেষে যে বেতনটা আসে, কোন রকম খাওয়ার খরচ রেখে, রক্ত আর ঘামে ভেজা নোটগুলো পাঠিয়ে দিচ্ছি দেশে। একটি বারের জন্যেও ভাবে না, আমার ভিসাটা যদি রিনিউয়াল না হয়, কোন কারণে যদি দেশে ফিরতে হয়, দেশে গিয়ে চলব কি করে?
যারা ধরা খেয়েছে, তাদের বুঝার বাকি নেই, যারা এখনো ধরা খাননি, এখনো সময় আছে | নিজের জন্য ভাব ।
না হলে, দেশে ফিরে চোখের জল ছাড়া আর কিছুই আপন থাকবে না। পরিবারের খরচ মিটিয়ে, নিজের ভবিষ্যেতের জন্য সঞ্চয় কর । কে কি ভাববে, কে কি বলবে, এতকিছু না ভেবে, নিজের ভবিষ্যেত নিয়ে একটু ভাব । কারণ দিন শেষে নিজের হাত পা ছাড়া আর কেউ আপন থাকেনা, পাশে থাকেনা।
একদিন তোমার কাছে তুমিই হিসাব দিতে পারবে না! তুমি সঞ্চয় শুধু তোমার জন্য করবে তা কিন্তুু নয়, যাদেরকে তুমি ভালোবাস আজকে সেই ভালোবাসাটা ধরে রাখার জন্যেই ভবিষ্যৎ সঞ্চয়! সঞ্চয় মানেই কাউকে ঠকানো নয় | তোমার পকেটে থাকলে আজকে যেমন করে দিচ্ছ কালকেও দিতে পারবে , আর তোমার না থাকলে কোথা থেকে দিবে ? কেউ দিবে সেই চিন্তা ভুলেও করবা না!
তোমার টাকা দিয়ে সে নিজের জীবন ঘুচিয়ে যখন বলবে তুমি কি করেছ আমার জন্য | সে দিন তোমাকে হিসাব মিলাতে হবে তবে , সে দিন তুমি চাইলেও তা মেলাতে পারবে না ,কারণ সময় নদীর স্রোতের মতোই বদলাবে , আর এই পালাবদল তোমাকে মেনে নিতেই হবে; আর এটাই বাস্তবতা!’
এসব বলতে বলতে কখন যে সেই চাচার চোখের কোণে পানি জমে গেলো তা খেয়াল ও করিনি |
লকডাউনে পড়ে অনেক প্রবাসী অনেক কিছু শিখেছে | এই লকডাউন তাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ | উনার উপদেশগুলো থেকে অনেক কিছু শেখার আছে |
লেখক : মাছুম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত ব্যুরো চীফ; ৫২বাংলা