­
­
শনিবার, ৩ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম  » «   দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «  

লকডাউন অভিশাপ নয় আশীর্বাদ



চা এর দোকানে চা খেতে খেতে দেখলাম পাশের টেবিলে বসে থাকা দুই জনের একজন পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের এক চাচা , চা এর চুমুকের সাথে সাথে বুকের কোণে জমে থাকা দুঃখ প্রকাশ করছেন | আমি আঁড়ি পেতে শুনতে চেষ্টা করতে গেলে উনি আমাকেও উদ্দেশ্য করে বলা শুরু করলেন |  আমি  পঞ্চাশ ঊর্ধ্ব  এই  প্রবাসী চাচার কথাগুলো শুনছিলাম–

‘এখনো সময় আছে, সঞ্চয় কর’।

-’বিদেশে কত বছর ধরে আছ , সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল- তোমার কাছে কত টাকা আছে, সেটা। দেশে কত টাকা পাঠাইছ সেটা ব্যাপার না , কত ক্যাশ করছ- নিজের পকেটে সেটা হল আসল কথা।
দেশে কতজনরে টাকা দিয়ে কার জীবন গড়ে দিসি , সেই ইতিহাস মনে রেখে কোনো লাভ নেই । নিজের জন্য কি করেছেন, নিজের ভবিষ্যতের জন্য কি জমিয়েছেন, সেই হিসেব কর |
যে মুখগুলোকে আজ ভিডিও কলে হাসতে দেখ , বিপদে সে মুখগুলোকেই খুঁজে পাবে না , আর এটাই বাস্তবতা |

নিজের বুঝটা নাকি পাগলেও বুঝে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, প্রবাসীরা নিজের বুঝটা কখনই বুঝে না। তবে নিজের করা ভুলটা কিন্তু একদিন ঠিকই বুঝে, তখন আর কিছু করার থাকে না। স্বার্থ আর অর্থ না থাকলে, খুব কাছের আপনজনগুলো খুব দ্রুতই অচেনা হতে থাকবে। এতে তোমার পরিবার বাঁ আত্বীয়দের দোষারোপ করে কোন লাভ নেই, কারণ এটাই স্বাভাবিক, মধু ছাড়া ফুলে কখনো ভ্রমর আসে না।

রোদের প্রখরতায় পোড়া চামড়া, ক্যাটারিং এর খাবার খাওয়ার পরেও যেনো অভুক্ত পেট, রাতের ছাড়পোকার কামড়, অক্লান্ত পরিশ্রম- এত কিছু পর মাস শেষে যে বেতনটা আসে, কোন রকম খাওয়ার খরচ রেখে, রক্ত আর ঘামে ভেজা নোটগুলো পাঠিয়ে দিচ্ছি দেশে। একটি বারের জন্যেও ভাবে না, আমার ভিসাটা যদি রিনিউয়াল না হয়, কোন কারণে যদি দেশে ফিরতে হয়, দেশে গিয়ে চলব কি করে?
যারা ধরা খেয়েছে, তাদের বুঝার বাকি নেই, যারা এখনো ধরা খাননি, এখনো সময় আছে | নিজের জন্য ভাব ।

না হলে, দেশে ফিরে চোখের জল ছাড়া আর কিছুই আপন থাকবে না। পরিবারের খরচ মিটিয়ে, নিজের ভবিষ্যেতের জন্য সঞ্চয় কর । কে কি ভাববে, কে কি বলবে, এতকিছু না ভেবে, নিজের ভবিষ্যেত নিয়ে একটু ভাব । কারণ দিন শেষে নিজের হাত পা ছাড়া আর কেউ আপন থাকেনা, পাশে থাকেনা।

একদিন তোমার কাছে তুমিই হিসাব দিতে পারবে না! তুমি সঞ্চয় শুধু তোমার জন্য করবে তা কিন্তুু নয়, যাদেরকে তুমি ভালোবাস আজকে সেই ভালোবাসাটা ধরে রাখার জন্যেই ভবিষ্যৎ সঞ্চয়! সঞ্চয় মানেই কাউকে ঠকানো নয় | তোমার পকেটে থাকলে আজকে যেমন করে দিচ্ছ কালকেও দিতে পারবে , আর তোমার না থাকলে কোথা থেকে দিবে ? কেউ দিবে সেই চিন্তা ভুলেও করবা না!

তোমার টাকা দিয়ে সে নিজের জীবন ঘুচিয়ে যখন বলবে তুমি কি করেছ আমার জন্য | সে দিন তোমাকে হিসাব মিলাতে হবে তবে , সে দিন তুমি চাইলেও তা মেলাতে পারবে না ,কারণ সময় নদীর স্রোতের মতোই বদলাবে , আর এই পালাবদল তোমাকে মেনে নিতেই হবে; আর এটাই বাস্তবতা!’

এসব বলতে বলতে কখন যে সেই চাচার চোখের কোণে পানি জমে গেলো তা খেয়াল ও করিনি |
লকডাউনে পড়ে অনেক প্রবাসী অনেক কিছু শিখেছে | এই লকডাউন তাদের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ | উনার উপদেশগুলো থেকে অনেক কিছু শেখার আছে |

লেখক :  মাছুম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত ব্যুরো চীফ; ৫২বাংলা

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন