স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে পরিবারের সবাই যখন কাজে ব্যস্ত তখন শিশুটি উঠানে খেলা করছিলো কিন্ত হঠাৎ সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তারপর পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি শুরু করার এক পর্যায়ে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে শিশুটির লাশ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলাটিভি কে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।