­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন রানাকে বিদায় সংবর্ধনা



 

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির লেবানন শাখার কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মনির হোসেন রানা কে বিদায় সংবর্ধনা ও দুটি শাখার আহবায়ক কমিটির ঘোষনার উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বি এন পি লেবানন কেন্দ্রীয় কমিটি।

২৭ই সেপ্টেম্বর রবি হামরা, বরদান এক বাস ভবনের হল রুমে সংবর্ধনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনির হোসেন রানা, ও জামুস শাখার সভাপতি আমির হোসেন আগামী ১ই অক্টোবরে লেবানন থেকে দেশে ফিরবেন। অনুষ্ঠানে লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটি, যুবদল কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে সস্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়। তার দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন সময় অসহায় প্রবাসীদের সাহায্যার্থে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার স্বীকৃতিস্বরূপ ও নিষ্ঠার সাথে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির লেবানন শাখার কেন্দ্রীয় কমিটির-সভাপতি আব্দুল আহাদ রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূমে র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মো ভাসানী মোল্লা।

 

বিশেষ অতিথি ছিলেন লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব মোল্লা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবুল বাশার নেওয়াজ, সেচ্ছাসেবক দল আহবায়ক করিম মজুমদার, লেবানন মহিলা দলের সভাপতি রিতা আক্তার রিতু, সাধারণ সম্পাদক রেহানা পারভীন জান্নাতসাংগঠনিক সম্পাদক কলি খান,সিনিয়র সহ-সভাপতি মিনা বেগম,যুগ্মসাধারণ সম্পাদক লতিফা আক্তার, সহ-সভাপতি রহিমা আক্তার,সহ-সভাপতি নুরজাহান সহ আরো অনেক জিয়ার সৈনিক।

এসময় সভায় বক্তব্য রাখেন,মাজরা টিসু শাখার সভাপতি মোঃশহির উদ্দীন আহমদ,লেবানন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হৃদয় খান, হামরা বরদা শাখার সভাপতি মোঃনূরুল করিম,জুবাইল শাখা কমিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, জামুস শাখার সভাপতি আমির হোসেন,হাইছুলোম শাখার সাধারন সম্পাদক জবেদ আহমদ,জানিউ রাউদা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি ইলিয়াস ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিকন মিয়া, আধুনিস শাখার আহবায়ক কমিটির প্রধান আহবায়ক রাসেল আহমেদ রনি, সদস্য সচিব মুক্তার মিয়া, সদস্য আবদুল হান্নান সহ আরও অনেকে।

 

করোনা ভাইরাসের কারণে আয়োজনের পরিষর ছোট হওয়ায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির লেবানন শাখার কেন্দ্রীয় কমিটির-সভাপতি আবদুল আহাদ রহমান সকল প্রবাসীদের করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। করোনা মহামারীর মধ্যে যে সকল নেতাকর্মী অসহায় প্রবাসীদের পাশে ছায়ার মত দাঁড়িয়েছেন, সেই সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশেষ ধন্যবাদ জানান।তিনি সকল প্রবাসীদের এক ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান করেন।

প্রধান বক্তা লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব মোল্লা বলেন, নেতা আসবে নেতা যাবে তাই বলে দলকি থেমে থাকবে।প্রকৃতভাবে জিয়ার আদর্শকে বুকে ধারন করে দলকে ভালবেসে সবাই মিলেমিশে একসাথে হাতে হাত রেখে দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে।

 

প্রধান অতিথি , লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মো ভাসানী মোল্লা বলেন দেশের অসহায় মেহনতি মানুষের কল্যাণে যেমন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তেমনি আমাদেরও শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে ।

বিদায় লগ্নে শুভেচ্ছা বক্তব্য মনির হোসেন রানা বলেন, দীর্ঘ প্রবাস জীবনে বিদায়ের শেষ লগ্নে আপনারা যে সম্মানটুকু আমাকে দিয়েছেন তা সারাজীবন আমার মনে থাকবে। রাজনৈতিক মাঠে যদি কোনপ্রকার কেউ কষ্ট পেয়ে থাকেন এজন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হিংসার রাজনৈতি থেকে বেরিয়ে এসে সবাই এক ছাতার নীচে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

পরিশেষে দেশে ফেরা উপলক্ষে লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন রানা ও জামুস শাখার সভাপতি আমির হোসেনের হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লেবানন শাখার কেন্দ্রীয় কমিটির-সভাপতি আব্দুল আহাদ রহমান কে সকলের সম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করা হয়। এছাড়া র সভাপতি রিতা আক্তার রিতু, সাধারন সম্পাদিকা পারভিন আক্তার জান্নাত, সাংগঠনিক সম্পাদিকা কলি খান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লেবানন কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি আব্দুল কাইয়ুম মজুমদার, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ইমন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটির নেতৃবৃন্দেরও নাম ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন