­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

কিডনি রোগী  ফখর উদ্দিনের পাশে দাড়িয়েছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে



জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র  উদ্যোগে জটিল কিডনি রোগে আক্রান্ত  জলঢুপ গ্রামের মরহুম হাজী  শফিক  উদ্দিন সাহেবের মেঝছেলে ফখর উদ্দিন  এর জন্য একটি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়।

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি বৃন্দ এবং যুক্তরাজ্যপ্রবাসী জলঢুপ গ্রামের সকলের আন্তরিক সহযোগিতায় একটি তহবিল সংগ্রহ করা হয়। গত ৫ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত  সংগৃহীত  নগদ টাকার পরিমাণ হচ্ছে-১৫০০পাউন্ড।

করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি   মেনে  একই দিন সকাল ১১টায় পূর্ব লন্ডনে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী  কমিটির পক্ষ থেকে  ফখর উদ্দিনের ছোটভাই এবং ট্রাস্ট্রের সম্মানীত সহ কোষাধ্যক্ষ  জসিম উদ্দিনের হাতে এই সহায়তা তহবিল প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত জসিম উদ্দিন  কিডনী রোগে আক্রান্ত  ফখর উদ্দিনের চিকিৎসা  সেবায় সার্বিক কাজ করছেন। এবং এই সহায়তা তহবিল তিনি দ্রুত বাংলাদেশে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলেও  জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট কে প্রতিশ্রুতি দিয়েছেন।

ফরখ উদ্দিন কে বর্তমানে  বিশেষজ্ঞ চিকিৎসকের   তত্বাবধানে সপ্তাহে দুইদিন কিডনি ডায়ালাইসিস  করা হচ্ছে। ব্যয়বহুল এই চিকিৎসা সেবায় যুক্তরাজ্য প্রবাসীদের অর্থনৈতিক সাহায্যের জন্য ফখর উদ্দিনের পরিবার সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফখর উদ্দিন সহায়তা তহবিল  হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন ট্রাস্ট্রের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, কোষাধ্যক্ষ  শরিফুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ এবং সহ কোষাধ্যক্ষ  জসিম উদ্দিন।

হস্তান্তর পূর্ব আলোচনায় ট্রাস্ট্রের পক্ষ থেকে  ফখর উদ্দিন সহায়তা তহবিলে সকলের সহায়তা এবং তহবিল সংগ্রহে স্বেচ্ছাশ্রমের জন্য ট্রাস্ট্রের উপদেষ্টা সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ট্রাস্টের ধারাবাহিক  শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজগুলোতে ভবিষ্যতেও সকলের সহযোগিতার জন্য অনুরোধ করে বলা হয়- মানবিক মূল্যবোধকে ধারণ করে ‘নিডি’ মানুষের পাশে দাড়ানোর প্রত্যয়ে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট সরবে অথবা নিরবে কাজ করে যাবে। সেখানে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহন কাজগুলো সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন