­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

চাঁদপুর জেলা সমিতি ইতালির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত



পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা সমিতি ইতালি কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে ঈদ পূর্ণমিলনী ও গ্রিল পার্টির আয়োজন করেছে। রবিবার (২৩ আগষ্ট) দুপুরে এ অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলা সমিতি ইতালি সভাপতি নাসির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাজুর পরিচালনায় সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি কবির হোসেন সার্বিক সহযোগিতায় এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আল আমিন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক মোঃ মইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন এছাড়াও ইতালি প্রবাসী চাঁদপুরবাসীর সহ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পুনর্মিলনীতে ইতালীর রাজধানী রোমে বসবাসরত ব্যবসায়ী, নারী-পুরুষ ও শিশু সহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় চাঁদপুর জেলা সমিতি ইতালির নেতৃবৃন্দরা আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

পরিবার পরিজনহীন বাংলাদেশি প্রবাসীদের হাজার হাজার মাইল দূরের ঈদ উদযাপনে যোগ হয় নতুন মাত্রা। অসংখ্য পরিবারের উপস্থিতিতে পুনর্মিলনী পরিনত হয় বাংলাদেশিদের মিলনমেলায়। অনুষ্ঠানটি রূপ নেয় একখণ্ড মিনি বাংলাদেশে।একে অপরের সঙ্গে কৌশল বিনিময় ছাড়াও শেয়ার করেন প্রবাস জীবনের নানান সুখ-দুঃখের কথা। একে অন্যের সঙ্গে প্রকাশ করেন আবেগ অনুভূতিসহ নানান পারস্পারিক বিষয়।

এতে উপস্থিত সকলে চাঁদপুর জেলা সমিতির এই উদ্যোগে সাধুবাদ জানান এবং সামনের দিনগুলোতে এর ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন। বছরে অনন্ত একটি দিন ভাল কাটার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

আগত অতিথিরা সুস্বাদু দেশীয় মাছ, মুরগী, গরুর মাংস গ্রিল করে আপ্পায়ন করানো হয় শেষে চাঁদপুর জেলা সমিতির সভাপতি নাসির খান ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাজু আগত মেহমানদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন