সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক এমজি মোস্তফা। গতকাল সোমবার রাত ১১ টার দিকে গোলাপগঞ্জ বাঘা ইউপির কালাকোনা নূর মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত সাংবাদিকের বোন আমিনা ফেরদৌস ফরিদা বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আমিনা ফেরদৌস ফরিদা তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ”২৪ আগস্ট সোমবার রাত ১১টায় আমার ভাই সাংবাদিক এম মোস্তফা নিজ ব্যবসা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ উত্তর বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাঘা ইউপির কালাকোনা রোডস্থ নূর মসজিদের ২০০ গজ দূরত্বে রাস্তার উপর যাওয়া মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত ৪-৫ জন জিআই পাইপ লাঠি শোটা নিয়ে সাংবাদিক এমজি মোস্তফার উপর হামলা করে। একপর্যায়ে আমার ভাইয়ের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান এবং পরে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।”
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধূরী বলেন, হামলার আহত ব্যাক্তির বোন বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে।