১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি ও আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতালোনীয়া শাখার নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই আগস্ট শুক্রবার রাত ৮ঘটিকার সময় বার্সেলোনার একটি রেস্টুরেন্টে কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরীর সভাপতিত্বে ও কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর পরিচালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন কাতালোনীয়ায় আওয়ামীলীগের কোন কমিটি না থাকায় আওয়ামী লীগ সমর্তকদের মধ্যে ছিলো বিভিন্ন খন্ড খন্ড কমিটি অনেকের মধ্যে ছিলো রাগ অভিমান ।দীর্ঘদিন পর সকল রাগ অভিমান ভূলে গিয়ে ঐক্যের লক্ষে আওয়ামী লীগকে সুসংগঠিত করে নতুন কমিটির মাধ্যমে আওয়ামীলীগের নতুন নেতৃত্ব তৈরী করে শেখ হাসিনার হাতকে শক্তি শালি করে প্রবাসে রাজনীতি করে যাবার প্রত্যয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কাতালোনীয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী বাবলা,সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক,সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাছিম,আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন,আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান কয়েছ,কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান,সান্তা কোলমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সুমন,আওয়ামী লীগ নেতা কামাল ব্যাপারী,আওয়ামী লীগ নেতা নীরু,হাজী এখলাস মিয়া,কাতালোনীয়া যুবলীগের সহ সভাপতি নুরু ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন,সহ সভাপতি মহি উদ্দিন কিশোর,রাসেল আহমদ,এনাম উদ্দিন,মোস্তফা,সামসুর রহমান,সিদ্দিকুর রহমান,সামসুর রহমান,মোফাজ্জল আহমদ মাসুদ,তানভীর রহমান শাহীন,কামরান সহ কাতালোনীয়া আওয়ামী লীগ,সান্তা কোলমা আওয়ামীলীগ,কাতালোনীয়া যুবলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভায় বক্তারা কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৩শে আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং কাতালোনীয়ায় আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন কমিটি গঠন করে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীদের আওয়ামীলীগের একটি ব্যানারে এসে কাজ করার আহবান জানান।