বাংলাদেশী ৩৪ বছর বয়সী হাফিজা কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। দীর্ঘ দিন হাসপাতালে কোমায় থাকার পরে এখন সে সুস্থ । গত মে মাসের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে ইতালি’র রোম হয়ে পালেরমো শহরে ভাইয়ের বাসায় বেড়াতে আসেন করোনা ভাইরাস পজিটিভ ২৮সপ্তাহের অন্তঃসত্ত্বা বাংলাদেশের নারায়ণগঞ্জের এক মহিলা হাফিজা।
ঈদুল ফিতরের দিন তার অবস্থা খুবই অবনতি হলে এম্বুলেন্স ফোন করে পালেরমো শহরের সের্ভেল্লো হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে হাফিজা নারীর অবস্থা আরও অবনতি হলে ইতালিয়ান সরকার ইতালির অন্য একটি শহরের হাসপাতাল হতে জরুরী ভিত্তিতে বিশেষ ফ্লাইটে করে অসুস্থ মা ও তাঁর গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য প্লাসমা নিয়ে আসে।
দীর্ঘদিন যাবৎ তিনি হাসপাতালে ডাক্তারদের গভীর পর্যবেক্ষণে ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হলে,হাসপাতালে জরুরী ভিত্তিতে সিজারের মাধ্যমে ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা হাফিজা ১কেজি ৪০০গ্রাম ওজনের এক কন্যা সন্তানের জন্ম দেন।যার নাম রাইসা। এখন কিছুটা জন্মগত কার্ডিয়াক সমস্যার কারণে রাইসা তরমিনার হাসপাতালে ভর্তি রয়েছে।
মেয়ের অবস্থা মোটামুটি ভালো হলেও মায়ের অবস্থা খুবই আশংকা জনক ছিল। তিনি দীর্ঘ দিন যাবৎ সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলেন। চিকিৎসকের অক্লান্ত সেবা এবং অগণিত মানুষের প্রার্থনায় অবশেষ পর্যন্ত তিনি করোনা ভাইরাস কে পরাস্ত করে কোমায় থেকে ফিরে এসেছেন।