হবিগঞ্জের বানিয়াচং এ সাংবাদিকদের মাঝে আভ্যন্তরীন বিরোধ থাকায় প্রেসক্লাবের মত সম্মানজনক প্রতিষ্ঠানের একক ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করার সুযোগ ছিল না সাংবাদিকদের। সেজন্য এ চলমান বিরোধ নিষ্পত্তি করার উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে উপজেলা প্রশাসন।
অবশেষে বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাব সদস্য সাখাওয়াত কাওসারের প্রচেষ্টায় বিভক্তিতে থাকা সাংবাদিকদের সংগঠিত করে সকলের সহযোগিতায় বানিয়াচংয়ে একক প্রেসক্লাব গঠন করা হয়েছে।
গত ১৯ জুন এক সভায় সর্বসম্মতিক্রমে ২০২০- ২১ সালের জন্যে মোসাহেদ মিয়াকে সভাপতি ও খলিলুর রহমান কে সাধারন সম্পাদক এবং ২০২১-২২ সালের জন্যে এমদাদ খান কে সভাপতি ও রায়হান উদ্দিন সুমন কে সাধারন সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
এদিকে প্রেসক্লাবের কমিটি গঠনের পর বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ হবিগঞ্জ ২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান ও বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় সাংসদ আব্দুল মজিদ খান প্রেসক্লাবের জন্য জায়গা ও ভবন নির্মাণের আশ্বাস দেন।বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী একইভাবে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে বানিয়াচং প্রেসক্লাবের জন্যে স্হান নির্ধারণ করে দ্রুত প্রেসক্লাব ভবন নির্মানে সহযোগীতার আশ্বাস।