­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

২৪জুন বিমানের চাটার্ড ফ্লাইটে পর্তুগালে ফিরছেন প্রবাসীরা



 

করোনা মহামারি সংকটে বাংলাদেশে আটকে পড়েছেন অনেক পর্তুগাল প্রবাসী। তাঁদের পর্তুগালে ফিরিয়ে আনতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ২৪ জুন বুধবার বাংলাদেশ বিমানের একটি চাটার ফ্লাইট  BG-4129  ঢাকা থেকে লিসবনে পৌঁছাবে।

১৫ জুন সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্লাইটটি ২৪ জুন বাংলাদেশ সময় বেলা ১১টার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে এবং পর্তুগালের লিসবনে স্থানীয় সময় বিকেল ৫টায় লিসবন এয়ারপোর্টে  বিমান অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত একটি যাত্রীর তালিকা প্রকাশ করেছে। যাঁরা আগে টিকিট করবেন তাঁদের যাত্রা আগে নিশ্চিত হবে। তাই পর্তুগালপ্রবাসী তালিকা অনুযায়ী তাঁদের অতিসত্বর বিমান অফিসে যোগাযোগ করে টিকিট ক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে অবস্থিত পর্তুগালপ্রবাসী তরুণ উদ্যোক্তা আহমদ হোসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহযোগিতায় এ কার্যক্রমটি সফল  হয়েছে।

পর্তুগাল দূতাবাস জানিয়েছে- বাংলাদেশ বিমানের চাটার ফ্লাইট সংক্রান্ত  বিষয়ে সকল কার্যক্রম পর্তুগালের বাংলাদেশ দূতাবাস পরিচালনা করবে ।

যাঁরা বাংলাদেশে আটকে পড়েছেন, সবাইকে দূতাবাসের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে।

কোভিড নাইটিং  মহামারিতে  চরম অনিশ্চয় আছে পর্তুগালবাসীও। এই সংকটে বাংলাদেশে  আটকে পড়া প্রবাসীরাও ফেরত আসতে পারছেন না । ইতিমধ্যে অনেকেরই রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হলেও বিমান যোগাযোগ বন্ধ রয়েছে।  এই সময়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট  পর্তুগাল প্রবাসীদের আশার আলো দেখিয়েছে।

পর্তুগালের আকাশে ওড়েনি কখনো বাংলাদেশের পতাকাবাহী কোন বিমান। কোভিড নাইটিং দূ:সময়ে    জাতীয় পতাকাবাহী  বিমানের  পর্তুগাল আগমন কে দেখা হচ্ছে ইতিহাসের আরেকটি উজ্জ্বল পালক হিসাবেও। সংকটকালীন সময়েও আকাশে ওড়া লাল পতাকাবাহি বিমান বাংলাদেশীদের নিয়ে ছুইছে  লিসবন এয়ারপোর্ট।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন