গত ১৭ জুন বুধবার পুর্ব লন্ডনের মাইলেন্ড লেজার সেন্টারের সম্মুখে প্রথম আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ এ দির্ঘ আড়াই মাস লকডাউনের পর ব্রিটেনে এ ব্যতিক্রমী আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুস্টিত হল। রকডাউন শিতিল হওয়ায় খোলা মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়।টুর্নামেন্ট থেকে সংগৃহিত অর্থ করনা ভাইরাসে কাজ করা চ্যারিটি সংগঠনে দান করা হবে।
লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন। এ খেলায় ১৮ টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুহান, হাসনাত ও ফারুক গ্রুপ বিজয় অর্জন করে। জুয়েল, আজিজ ও খায়রুল গ্রুপকে রানার্স আপ হবার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্ট’র সফল করার জন্য সহযোগিতা করার জন্য তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবসহ অন্যান্য সকল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় । এছাড়াও এ খেলায় সুষ্টুভাবে সম্পন্ন করতে বিশেষ সহযোগীতার জন্য যুবায়ের, উজ্জল, সুহান, আলতাফ ইসলাম, শেলিম, রিবু, জুয়েল, রাশু, কায়রুল কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।
তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উপস্থাপনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি মেডিরিক লাকনিলি, মাগপাই ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি আবদুল্লাহ মহিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আবদুল কাহার, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের কোষাধ্যক্ষ শামীম আহমেদ, ব্যাডমিন্টন কোচ শাহ কবির প্রমুখ। লন্ডনে প্রথম আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার জন্য তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর পক্ষ থেকে ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয় ।
প্রেস বিজ্ঞপ্তি