শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষ শুরু হয়।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ও সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের কল্যান বিরুদ্ধে তহবিলের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকদের একটি পক্ষ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে আসছিলো।
বিকেলে বাস টার্মিনাল এলাকায় সেলিম সমর্থিত পক্ষের সাথে বিরোধী সংঘাতে জড়িয়ে পড়ে। দুইপক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমন ও ভাংচুর করে। এসময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বিকেলে আন্দোলনকারী শ্রমিকরা বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল থেকে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন কয়েকজন। এরপর সংষর্ঘে জড়িয়ে পড়েন দুইপক্ষ।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, ফলিকের অফিস থেকে তার ছেলে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়েন।
সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া বেশকয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, সংঘর্ষ এখনও চলছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো।