­
­
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «   মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «  

নিজ খরছে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা করা হবে



নিজ খরচে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের তালিকা করতে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। দীর্ঘদিন বন্ধের পর রবিবার (৩১-মে) অফিস খোলার প্রথম দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাস থেকে নিজ খরচে দেশে ফেরত আসতে ইচ্ছুক এমন প্রবাসীদের তালিকা করতে দূতাবাস গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, যারা যারা নিজ খরচে দেশে ফিরে আসতে চায়, তারা যে যেই দেশে আছে, সেই দেশের দূতাবাসে যেয়ে তাদেকেরেজিস্ট্রেশনকরতে হবে । যখন একটা আসার মত সংখ্যা হয়ে যাবে, তখন আমরা নেক্সট স্টেপে যাবো এবং ফ্লাইটের ব্যবস্থা করবো।

একপর্যায়ে মন্ত্রী বলেন, বিষয়টি শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর নির্ভর করেনা, প্রবাসীদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অনেকটা নির্ভর করে। এরপরেও প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাপ করে প্রবাসীদের কিভাবে দ্রুত দেশে ফেরত আনা যায়, সেজন্য একটা সার্কুলার দেওয়া হবে এবং তা প্রতিটি দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।

এসময় মন্ত্রী আরও বলেন, তাদের (প্রবাসীদের) ফেরত আনতে দেশে অনেক এয়ারলাইন্স আছে। ওমানের মাস্কাট, কুয়েত, দুবাই এইসব দেশ থেকে প্রবাসীদের ফেরত আনতে আমাদের বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন বিমান পরিবহন কোম্পানির মাধ্যমেই ফ্লাইটের ব্যাপারে আমারা আলাপ করে নিশ্চিত করব ।

যারা ফেরত আসতে চান, তাদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। যেসকল প্রবাসী দেশ থেকে বৈধভাবে বিদেশ যাওয়ার পর নানা কারণে অবৈধ হয়েছেন, দেশে ফেরত আসার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জনিয়েছেন মন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন