কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে কর্মহীন সাড়ে ৫ শতাধিক পরিবারের মধ্যে নগদ প্রায় ৫ লক্ষ ৭০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
১৭ মে রবিবার বিকাল ৩টায় গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থা’র কার্যালয়ে অর্থ সহায়তার কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সভায় ট্রাস্টের উপদেষ্টা ও ট্রাস্টি আলহাজ্ব বদরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর।
বিশেষ অতিথি ছিলেন কসবা-খাসা গ্রাম কমিটির সদস্য ছালেহ আহমদ বাবুল, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি রেজাউল হাসান জাকারিয়া, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন সাইব, গোলাবশাহ্ সমাজ কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কোষাধক্ষ্য মছমন উদ্দিন আহমদ, গোলাবশাহ কিশোর সংঘের উপদেষ্টা আব্দুল বাছিত টিপু, গভর্ণিং বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদ।
গোলাবশাহ্ কিশোর সংঘের শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান সিদ্দিক, আহমদ জাকারিয়া, মুহাইমিন অপু, খালেদ আহমদ প্রমুখ, ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের সমাজকর্মীদের সহায়তায় কর্মহীন এসব মানুষের বাড়ীতে গিয়ে এ অর্থ পৌঁছে দেয়া হবে। কর্মহীন ব্যক্তি ছাড়াও গ্রামদ্বয়ের ২৮ টি মসজিদের ইমামদের মধ্যে এ অর্থ সাহায্য প্রদান করা হবে।
উল্লেখ্য, এ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর রমজান উপলক্ষে গ্রামের অস্বচ্ছল পরিবারের মধ্যে এ রকম নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়ে থাকে।