­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের খোলা চিঠি, প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ



ওমানে বসবাসরত প্রবাসীদের এই মুহুর্তে দেশে না ফেরার অনুরোধ জানিয়েছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.গোলাম সরোয়ার। ৯ মে শনিবার তিনি এক খোলা চিঠি লিখেন প্রবাসীদের উদ্দেশ্যে। সেখানে রাষ্ট্রদূত লিখেন, করোনা মহামারি কোন দেশের একক সমস্যা নয়। আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্য্যশীল ও সাহস রাখার অনুরোধ জানাচ্ছি। ওমানে বৈধভাব যদি কোন নূন্যতম আয়ের সুযোগ থাকে তাহলে আবেগতাড়িত হয়ে দেশে যাবেন না। কারণ একসাথে লক্ষ লক্ষ মানুষ এই মুহুর্তে দেশে গিয়ে নতুন করে জীবন জীবিকার ব্যবস্থা করতে আরো কঠিন চ্যালেন্জের মুখোমুখি হতে হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ আপাতত কষ্ট করে হলেও বিদেশে থাকার চেষ্টা করুন। দৃঢ বিশ্বাস, অন্যান্য দেশের মতো সবার সহযোগিতায় ওমানও স্বাভাবিক হয়ে ঘুরে দাড়াবে। ‘

রাষ্ট্রদূত প্রবাসীদের ত্রাণ বিতরণের বিষয়ে লিখেন, সরকারের দেয়া ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে ৩ হাজার ৫০০ জনকে ত্রাণ বিতরণ করেছি। আগামী দুই সপ্তাহের ভেতর আরো ৭ হাজার প্রবাসীদের ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে। অামরা জানি, লকডাউন প্রবাসীরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতার কারণে সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এই দুর্যোগময় মুহুর্তে রাষ্ট্রদূত ওমানে বসবাসরত সচ্ছল প্রবাসীদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন, ওমান সরকার জাতি-ধর্ম বর্ণ, বৈধ- অবৈধ নির্বিশেষে বিনামূল্যে সবার জন্য যে চিকিৎসা ব্যবস্থা করেছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন