পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বয়স্কদের একটি কেয়ার হোমের ৭ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন । একই সাথে ঐ কেয়ার হোমের ৪৮জন বাসিন্দার মধ্যে আরো ২১জন বাসিন্দা একই রোগে আক্রান্ত হয়েছেন।
স্টেপনীগ্রীনের হার্থনগ্রীনের কেয়ার হোমের অধিকাংশ কর্মীদের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। দি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে সামাজিক সেবাখাতে প্রয়োজনীয় সহায়তার জন্য চব্বিশ ঘন্টা কাজ করছেন তারা। এই ডিপার্টমেন্ট এর এক কর্মকর্তা এই মৃত্যুতে দু:খ প্রকাশ করেছেন।
এদিকে মৃত ৭জনের মধ্যে একজনের ছবি ও নাম প্রকাশ করেছে বিবিসি। তিনি হচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভুত জমশেদ আলী (৮৭)। তিনি ১৯৬২ সালে ব্রিটেন আসেন। গত ২৪ মার্চ কোভিড ১৯ এর আক্রান্ত হয়ে রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার মেয়ে লুতফা হুড বলেছেন, যদি আমরা জানতাম কেয়ার হোমে ভাইরাস ছড়িয়ে পড়েছে তাহলে আমরা তাকে হাসপাতাল থেকে সেখানে পাঠাতাম না।তিনি এক মন্তব্য এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সূত্রঃ বিবিসি