বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের বিয়ানীবাজার উপজেলা কমিটির উদ্যোগে শনিবার (২৮ মার্চ) বিয়ানীবাজার পৌরশহরের ৩শ নিম্ন আয়ের- শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।
বিতরণ সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি পেয়াজ , ১টা হ্যান্ড স্যানিটাইজার, ১ টা সাবান।
বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজলা শাখার সভাপতি কমরেড এড. আবুল কাসেম,সাধারণ সম্পাদক কমরেড মোঃ আনিসুর রহমান, সিপিবি নেতা সাংবাদিক হাসান শাহরিযার, বিযানীবাজার পৌরসভার কাউন্সিলর সিপিবি নেতা কমরেড আকছার হোসেন,কমরেড ফাহিম চৌধুরী, কমরেড আব্দুর রহমান, প্রভাষক বিজিত আচার্য্য, ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড নিজাম আবুল, ছাত্র ইউনিয়ন বিযানীবাজার উপজলা সংসদের সভাপতি ফারাজ আহমদ আবির প্রমুখ।
পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান জানান- তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আগামিকাল উপজেলার লাউতা,দুবাগ,ও চারখাই ইউনিয়নে একইভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এতে বিয়ানীবাজার উপজলার বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।