­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং বসন্ত উৎসব



বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ইউএই ২০২০’ আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এবং বাংলাদেশ কমিউনিটি ইউএই। শুক্রবার দুবাইয়ের আল আবির স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল বিডিসি আবুধাবী বনাম বিডিসি মাদাম এবং বিডিসি দুবাই বনাম বিডিসি খোরফাক্কান।
বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। এছাড়া কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, দূতালয় প্রধান প্রবাস লামারাং সহ কন্সুল্যেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, আইযুব আলী বাবুল, ইসমাইল গণি চৌধুরী, আরশাদ হোসেন হিরু, হাজী শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, মাজহার উল্লাহ মিয়া, হাবিবুর রহমান হাবিব সহ আমিরাতে বসবাসরত বিভিন্ন প্রাদেশীক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া খেলায় ধারাভাষ্যকার ছিলেন আরটিভির প্রতিনিধি মাহবুবু হাসান হৃদয় এবং জাহাঙ্গীর আলম।
 
খেলায় বিডিসি আবুধাবী ১-৪ গোলের ব্যবধানে বিডিসি মাদামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং মাদাম সেমিফাইনাল নিশ্চিত করে। অন্য খেলায় বাংলাদেশ কমিউনিটি দুবাই ৬-০ গোলে বাংলাদেশ কমিউনিটি খোরফাক্কানকে হারিয়ে টুর্ণামেন্টের ফেবারিট তকমা লাগিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এবং খোরফাক্কান টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। খেলায় সেরা খেলোড়ারকে ম্যান অব দ্যা ম্যাচের সম্মাননা তুলে দেওয়া হয়।
 
উল্লেখ্য আগামী ৬ই মার্চ শুক্রবার আজমান স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে বিডিসি আজমান বনাম বিডিসি আল আইন এবং অন্য ম্যাচে বিডিসি রোলা বনাম বিডিসি মোরাব্বা।
 
অন্যদিকে বাঙালীর চিরায়ত ঐতিহ্য বসন্ত উৎসবে সাংবাদিক শিবলী আল সাদিক ও আরিফা নুসরাতের যৌথ পরিচালনায় গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী শারমিন দিপু, আফরোজা বেলী। আমিরাতে প্রবাসী শিল্পী জাবেদ আহমেদ মাসুম, শম্পা শফিক, সামিদা পপি, সোনিয়া সামিয়া ও জাবেদ আহমদ। এছাড়া নৃত্য পরিবেশন করেন প্রবাসী নৃত্য শিল্পী তিসা সেন, পুষ্পিতা ও মৌমিতা। এছাড়া সার্বিক তত্বাবধানে ছিলেন বসন্ত উৎসব কমিটির আহবায়ক মোহাম্মদ ইয়াকুব সৈনিক এবং বসন্ত উৎসবের সমন্বয়কারী হাজী শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব আমিরাতের সভাপতি ও এস এ টিভির প্রতিনিধি সাংবাদিক সিরাজুল হক ও সহ সভাপতি বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিক ববি সহ আর অনেকে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন