সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও পল্টন থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের আমিরাত আগমন উপলক্ষে গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় আমিরাত আওয়ামী পরিবারের আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব লায়ন নজরুল ইসলাম তালুকদার।
সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষক বন্ধু আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ সবুর, আরব আমিরাত আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতি আইয়ুব আলী বাবুল, পল্টন থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন রনি ভূইয়া, বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন গিলমান, আওয়ামী লীগ নেতা ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ মুনির, প্রকৌশলী আবু হেনা, কাজী মোহাম্মদ আলী ও তাজ উদ্দিন উদ্দিন সহ আরো অনেকে।
এ সময় আরো বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, আনসারুল হক আনসার, ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, ফাহাদ আলী ফাহাদ, মইনুল ইসলাম মইন, বদরুল হোসেন সিদ্দিকি প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, যারা আওয়ামী লীগের নানা সংগঠনে হাইব্রীডদের ঢুকাচ্ছে তারা খার কেটে কুুমর আনছে। প্রবাসের মাটিতে এসব রুখতে সত্যিকারের বঙ্গবন্ধু ষেনিককে এক থাকতে হবে।
এ সময় প্রবাসিদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রতান করা হয়।