রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «  

আবুধাবীতে বাংলা টাইগার্স মাঠে নামবে ১৬ নভেম্বর



  • আমিনুল হক, আবুধাবী থেকে

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠেয় আবুধাবী টি ১০ লীগে বাংলাদেশি মালিকানাধিন দল ‘বাংলা টাইগার্স’ আমিরাতে বাংলাদেশিরা যে ইমেজ সংকটে ভোগছেন তা উত্তরণ ঘটাতে চায়। খেলার মাঠে বিশ্বকাপের মতো বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক তুলে আনতে চায়।

সোমবার আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রবাসিদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন বক্তারা।

কমিউনিটি নেতা ও বাংলা টাইগার্সের আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টি-টেন ক্রিকেট লীগের তৃতীয় সংস্করণ ১৬ই নভেম্বর মাঠে গড়াবে এবং চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত। ১০ ওভারের এই ক্রিকেট আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের মালিকানাধীন দল ‘বাংলা টাইগার্স’। আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বাংলা টাইগার্স’ ফ্র্যাঞ্চাইজি। আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি সমর্থকদের আবুধাবির ভেন্যুতে যাতায়াতের সুবিধা দিবে। আরব আমিরাতে বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামে আসার জন্য বাংলা টাইগার্স ৬০ টি বাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছে।

বাংলা টাইগার্স আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদার আরো জানান, বাংলাদেশি দলের খেলা দেখতে প্রবাসিদের ২০০০ টিকেট ফ্রি দেয়া হবে। লাল সবুজের জার্সি, ক্যাপ দেওয়া হবে। সব দলের সেলিব্রেটি ব্রান্ড অ্যাম্বেসেডর থাকলেও বাংলা টাইগার্সের ব্রান্ড হলেন বাংলাদেশি প্রবাসিরা। প্রবাসীদের সম্মান জানিয়ে আমাদের দলের ব্রান্ড করেছি প্রতিটি প্রবাসিকেই। আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে বাংলা টাইগার্সের ভরসা বাড়িয়ে দিয়েছেন। এভাবে আবুধাবী স্টেডিয়ামেও প্রবাসীদের হাজার হাজার বাংলাদেশী উপস্থিত হয়ে বাংলা টাইগার্সকে উৎসাহ যোগাবেন।

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা ইমদাদ হোসেন, হাবিবুল হক হাবিব, আকতার হোসাইন রাজু, ইউনুস শিকদার, রেজাউল করিম, আব্দুল হক, রেজাউল করিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জমশেদ, নূর হোসেন, ইমাম হোসেন সহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াসিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।

প্রসঙ্গত বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ ১৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে আবুধাবীতে অনুষ্ঠিত হবে। ম্যাচে মাঠে থাকতে সকল প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন