­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «  

ভারতকে খোঁজেই পাওয়া যায় নি কাল



ভারতের জন্য ২৪০ রানের টার্গেট কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু বিস্ময়করভাবে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় দল। মাত্র ২৪ রানেই সাজঘরে ফিরে যান ভারতের ৪ জন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং দিনেশ কার্তিক। এবারের বিশ্বকাপে রোহিত শর্মা করেছেন ৫ সেঞ্চুরি। অথচ এই ম্যাচে মাত্র ১ রান করেই ধরাশায়ী হন তিনি। মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর ঘটনা এ বিশ্বকাপে এটাই প্রথম।

বৃষ্টির কারণে একদিনের ম্যাচ হয় দুদিনে। রিজার্ভ ডেতে কালো মেঘের উড়াউড়ি থাকলেও ম্যানচেস্টারে প্রায়ই উঁকি দিয়েছে রোদ। এদিনেও খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। তাদের ইনিংস থেমেছিল ৮ উইকেটে মাত্র ২৩৯ রানেই।

দুদিনে ম্যাচ হওয়ায় আগের দিনের দর্শকদের এক তৃতীয়াংশই দ্বিতীয় দিনের ম্যাচ দেখতে পারেননি। দর্শকদের একটা বড় অংশই এসেছিলেন ভিন্ন ভিন্ন শহর থেকে। ভারত এমনকি বাংলাদেশ থেকে আসাও কয়েকজন বিকেলে চলে গেছেন পরের দিনের খেলা না দেখে। কারো ট্রেনের টিকেট, কারে বা পরের দিনের প্লেনে চড়তে হবে। তাই প্রথম সেমিফাইনালের পুরো খেলাটি দেখার ভাগ্য হয়নি অনেক দর্শকেরই। সেজন্য দর্শক গ্যালারিও ফাঁকা ফাঁকা মনে হয়েছে।

ভারত তাদের মহাবিপদ থেকে ক্রমেই ঘুরিয়ে আনছিল নিজেদের। কিন্তু ধোনীর ধরাশায়ী হওয়ার মধ্য দিয়ে শেষ প্রত্যাশাটাও হাওয়ায় মিলিয়ে যায়। মাত্র ২৪০ রানের টার্গেট অথচ ১৮ রানের ব্যবধানে ভারত ছিটকে পড়ে বিশ্ব ক্রিকেট মঞ্চ থেকে। এ যেন ম্যাচ নয়, মনে হয়ছে ব্যাট আর বলের তুমুল এক লড়াই।

এ ম্যাচকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এরকম যেকোনো ধরনের স্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করেছে গ্রেটার ম্যানেচেস্টার পুলিশ। এমন কিছুতে আইনি পদেক্ষেপ নেবে বলেও জানায় তারা। উল্লেখ্য, লিডস এর হেডিংলি স্টেডিয়ামে গত শনিবার শ্রীলঙ্কার সঙ্গে খেলার দিন দলের সমর্থকদের রাজনৈতিক উক্তিগুলো উত্তেজনা ছড়িয়েছিল। আর তাই ওল্ড ট্রাফোর্ডের এ খেলার আগেই আইসিসি যেকোনো ধরনের রাজনৈতিক কাদা ছোড়াছোড়ির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে। আর আইসিসির অনুরোধেই এই পদক্ষেপ নেয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন