রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

টাইগার ভক্তরা টনটনে নতুন আশায়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

টনটনে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আজ ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কার বিপরীতে বৃস্টলের খেলায় যে আশাবাদ নিয়ে হাজার হাজার টাইগার-সমর্থক গিয়েছিল খেলা দেখতে, বৃষ্টির তোড়ে সে আশায় গুড়েবালি হয়েছে। বৃষ্টির মাঝেও তারা আশায় ছিল- জয়ের। জয়ের প্রত্যাশার বিপরীতে বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট পেয়েই খুশি থাকতে হয়েছে সেদিন। পৃথিবীর লাখো-কোটি বাংলাদেশির সঙ্গে ব্রিটেনের হাজার হাজার টাইগার-সমর্থক সেদিন থেকেই হতাশার মাঝে আছে। সেই হতাশা এখনো কাটেনি টাইগার-সমর্থকদের এই ব্রিটেনে। সত্যি কথা হলো- আগের মতো উচ্ছাস এখন খুব একটা পরিলক্ষিত হয় না। তবে টনটনের ম্যাচকে সামনে রেখে টাইগাররা যেমন আরো প্রতিশ্রুতিশীল হচ্ছে, ঠিক সেভাবেই ব্রিটেনের টাইগার-সমর্থকরাও জয়ের আশায় বুক বাঁধছে। আজ টনটনের আবহাওয়া ভালো থাকবে এই বিবেচনায় এখন থেকেই নটিংহামের টিকেটের জন্য শুরু হয়েছে খোঁজাখোঁজি। ২০ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠিতব্য সে খেলাটির জন্য দর্শকদের হা-হুতাশ বেড়ে গেছে। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার ট্রেন্টব্রিজ স্টেডিয়ামের আবহাওয়া থাকবে উজ্জ্বল।

ব্রিটেনের আবহাওয়ায় বারবার ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং বাংলাদেশের পয়েন্ট কমে যাওয়ায় ব্যাপকসংখ্যক সমর্থক যদিও হতাশ কিন্তু এরপরও হাজার হাজার সমর্থক তাদের টিকেট সংগ্রহ করেছেন। ইতোমধ্যে বিভিন্ন শহর থেকে টনটনে যাবার জন্য কোচ-বাসসহ নিজস্ব পরিবহন রিজার্ভ করে রেখেছেন। শুধু অপেক্ষায় আছেন আগামী দিনে আবহাওয়ায় যেন কোনো দুঃসংবাদ না আসে।

প্রচণ্ড উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভারত-পাকিস্তান খেলা ম্যানচেস্টারের ল্যাংকাশায়ার ক্রিকেট স্টেডিয়ামে গতকাল। আগের দিনের সারাদিনের বৃষ্টির উৎকণ্ঠা ছিল দুদেশের সমর্থক, এমনকি আইসিসির কর্মকর্তাদের মাঝেও। ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন উদ্বিগ্ন। কারণ খেলাকে কেন্দ্র করে লাখো পাউন্ড বিনিয়োগ করেছে তারা। ম্যানচেস্টারের ক্যাথেড্রল গার্ডেনে হাজার হাজার মানুষের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিল ম্যানচেস্টার সিটি কাউন্সিল। ম্যানচেস্টার প্রস্তুতি নিয়ে রেখেছিল মিলিয়ন মিলিয়ন পাউন্ড বাণিজ্যের। গতকাল ভারত থেকে ৩টা প্রাইভেট জেট ম্যানচেস্টার এয়ারপোর্টে এসেছে। এই জেটগুলো বহন করেছে বিশ্বখ্যাত শিল্পপতি এবং বলিউডের কিছু তারকাদের।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খেলায় অনিশ্চয়তা থাকলেও খেলা শুরু হয়েছে সময়মতোই। মাঠের গ্যালারি তিল ধারণের জায়গা ছিল না। বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছু সময় খেলা স্থগিত থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে খেলা। রোদও ছিল, মেঘে মাঝে মাঝে আবৃত করেছে আকাশ। কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে উঠেনি দর্শকদের মন। কারণ উত্তেজনাপূর্ণ এ খেলাটি সারা পৃথিবীব্যাপী অন্তত এক বিলিয়ন মানুষ উপভোগ করেছে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন