সুনামগঞ্জ জেলার জামলাবাজ গ্রামে নবীন-প্রবীণ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) কতৃক আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন এফআইভিডিবি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী প্রোগ্রাম ম্যানেজার মহসিন হাবীব জেমস।
দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি নেতা আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও ফয়েজ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার নজিবুর রহমান, জয়কলস ইউনিয়নের ৮ং জামলাবাজ ওয়ার্ডের মেম্বার মহিম উদ্দিন, সাবেক মেম্বার নূর আহমদ, গ্রামের মুরুব্বি শায়েক মিয়া, সমর উদ্দিন, গুলজার মিয়া, সব্দুন্নুর মিয়া, সাংবাদিক আমিনুল হক ।
আরো উপস্থিত ছিলেন ওয়ায়েছ মিয়া, শাহ আলম, আলী জাবেদ, জুনাইদ, মোজাম্মিল, আলাল আহমদ, ছাদ উদ্দিন, জয়নুল হক, নোমান, সৈকত, রাসেল, মুশাহিদ, মাহদি, আব্দুল মতিন, সালামত, শহীদুল্লাহ সহ আরো অনেকে।
নবীনদের মধ্যে খেলায় অংশগ্রহন করেন কামরুল ইসলাম সুমন, জায়েদ মিয়া, ফরহাদ মিয়া, মারজান, ইউসুফ, রাজীব ও আরাফ।প্রবীণদের মধ্যে খেলায় অংশগ্রহন করেন আব্দুল্লাহ, এলকাছ উদ্দিন, ফয়সল মিয়া, মমশির মিয়া, আব্দুস সালাম, আব্দুর রহমান ও মহিম উদ্দিন।
খেলাটি পরিচালনা করেন রাজীব মিয়া এবং সহযোগী ছিলেন ফাইয়াজ আহমদ ও হুসাইন মিয়া।খেলায় নবীন দল প্রবীণ দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।