­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

দুবাই থেকে আবুধাবী বি-ডি ফ্রেন্ডস ক্লাবের ঈদ ভ্রমণ



সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আবুধাবী আল আইন বি-ডি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯ টায় দুবাই থেকে যাত্রা শুরু করে শারজাহ হয়ে আবুধাবি কর্নিশ ফ্যামিলী পার্কে যাওয়া হয়। দুপুরের খাবার এবং নানা রকম খেলাধুলার পর রওয়ানা দেওয়া হয় আবুধাবি থেকে সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের জাহিল পার্কের উদ্দেশে। জাহিল পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলা, গান, আড্ডার মধ্য দিয়ে সময় কাটানো হয়। তারপর সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ এর বাসভবন (আল আইন মিউজিয়াম) ভ্রমণ করা হয়।

দুবাই থেকে আবুধাবি, আল আইন, হয়ে দুবাই ফিরে আসা পর্যন্ত গাড়িতে চলে গান আড্ডা। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ দিয়ে শুরু করে চলে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, হাসন রাজা সহ বিখ্যাত গায়ক দের গান গেয়ে জমিয়ে রাখা হয় পুরো সময়।
আনন্দ ভ্রমনের যাত্রাকালে সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তিশা সেনের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুনুর রশীদ রঙ্গু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় ঘোষ, সহ সভাপতি দরবেশ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১ টিভির সাংবাদিক ছড়াকার লুৎফুর রহমান এবং অঅনুপ কুমার সেন।

গান গেয়ে জমিয়ে রাখেন লুৎফুর রহমান, তিশা সেন, সঞ্জয় ঘোষ, ইমন, হারুনুর রশীদ, ইমরা্‌ দরবেশ আলী, সুফী মুন্সী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল আইনে আনন্দ ভ্রমণরত সদস্যদের স্বাদর আমন্ত্রন জানান কমিউনিটির বিশিষ্ট নেতা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন। এ সময় নানা রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫০ জনের দলের এ ব্যতিক্রমি ভ্রমণ আরব আমিরাতের কমিউনিটির সকলের নজর কেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন