শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

আমিরাতে ৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



৫২ এর প্রেরণা এবং ৭১ এর চেতনাকে বুকে ধারণ করে বিলেত থেকে প্রচারিত ‘৫২ বাংলা টিভি’। এ টিভির আমিরাত টিমের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহে অনুষ্টিত “৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯” এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় সভাপতিত্ব করেন ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান। আমিরাত ব্যুরো আমিনুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছাতক-দোয়ারা বা সুনামগঞ্জ ৫ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি।

বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, চেয়ারম্যান আখলাকুর রহমান ও দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম।


এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ, সহ সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ ও ৫২বাংলা টিভির মধ্যপ্রাচ্য আলোকচিত্রি জাবেদ আহমদ।

আরো বক্তব্য রাখেন ৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির প্রধান ৩ সদস্য আহমেদ রাফী, শাহ আলম ও ৫২ বাংলা টিভির আমিরাত বুরো আমিনুল হক।

অনুষ্ঠানে বিজয়ী টিম ‘ইলেভেন স্টার দুবাইকে’ মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের সৌজন্যে প্রথম পুরস্কার ৩২” টিভি এবং রার্নারআপ মুসল্লাপার্ক স্পোটিং ক্লাব শারজাহকে হাজী শফিকুল ইসলামের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৪০” ট্টফি তুলে দেন প্রধান অতিথি জননেতা মুহিবুর রহমান মানিক এমপি। এছাড়া বিজয়ী এবং রার্নারআপ টিমের সদস্যদের মেডেল পরিয়ে দেন বিশেষ অতিথি বৃন্দ।

সুন্দর ভাবে টুর্ণামেন্ট শেষ করার ৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির প্রধান ৩ সদস্য আহমেদ রাফী, শাহ আলম ও আমিনুল হককে মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি। এছাড়া খেলা পরিচালনায় বিশেষ ভূমিকা রাখায় মুশতাক আহমদ, বাবলুর রহমান, আব্দুল্লাহ আল শাহীন, সাইফুল মিয়া, লিচু মিয়া ও জামাল মিয়াকে মেডেল প্রদান করা হয়।

টুর্ণামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মুসল্লাপার্ক স্পোটিং ক্লাবের মুসা মিয়া এবং ফাইনাল খেলার ম্যান অব ম্যাচ নির্বাচিত হন ইলেভেন স্টার দুবাইয়ের সাকির আহমদ।

উল্লেখ্য, ইলেভেন স্টার দুবাই ফাইনাল খেলায় মুসল্লাপার্ক স্পোটিং ক্লাবকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন