মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «   লন্ডনে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব  » «   চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   কানাডায় স্বাগতম ! তবে তার আগে…  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে ৫২বাংলার শোক প্রকাশ  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ  » «   বৃটেনের শিক্ষার্থীদের জন্য মেয়র লুৎফুর রহমানের অনুকরণীয় দৃষ্টান্ত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

আমিরাতে ৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

৫২ এর প্রেরণা এবং ৭১ এর চেতনাকে বুকে ধারণ করে বিলেত থেকে প্রচারিত ‘৫২ বাংলা টিভি’। এ টিভির আমিরাত টিমের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহে অনুষ্টিত “৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯” এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় সভাপতিত্ব করেন ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান। আমিরাত ব্যুরো আমিনুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছাতক-দোয়ারা বা সুনামগঞ্জ ৫ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি।

বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, চেয়ারম্যান আখলাকুর রহমান ও দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম।


এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার ভিআইপি ক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ, সহ সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ ও ৫২বাংলা টিভির মধ্যপ্রাচ্য আলোকচিত্রি জাবেদ আহমদ।

আরো বক্তব্য রাখেন ৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির প্রধান ৩ সদস্য আহমেদ রাফী, শাহ আলম ও ৫২ বাংলা টিভির আমিরাত বুরো আমিনুল হক।

অনুষ্ঠানে বিজয়ী টিম ‘ইলেভেন স্টার দুবাইকে’ মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের সৌজন্যে প্রথম পুরস্কার ৩২” টিভি এবং রার্নারআপ মুসল্লাপার্ক স্পোটিং ক্লাব শারজাহকে হাজী শফিকুল ইসলামের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৪০” ট্টফি তুলে দেন প্রধান অতিথি জননেতা মুহিবুর রহমান মানিক এমপি। এছাড়া বিজয়ী এবং রার্নারআপ টিমের সদস্যদের মেডেল পরিয়ে দেন বিশেষ অতিথি বৃন্দ।

সুন্দর ভাবে টুর্ণামেন্ট শেষ করার ৫২ বাংলা টিভি ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির প্রধান ৩ সদস্য আহমেদ রাফী, শাহ আলম ও আমিনুল হককে মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি। এছাড়া খেলা পরিচালনায় বিশেষ ভূমিকা রাখায় মুশতাক আহমদ, বাবলুর রহমান, আব্দুল্লাহ আল শাহীন, সাইফুল মিয়া, লিচু মিয়া ও জামাল মিয়াকে মেডেল প্রদান করা হয়।

টুর্ণামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মুসল্লাপার্ক স্পোটিং ক্লাবের মুসা মিয়া এবং ফাইনাল খেলার ম্যান অব ম্যাচ নির্বাচিত হন ইলেভেন স্টার দুবাইয়ের সাকির আহমদ।

উল্লেখ্য, ইলেভেন স্টার দুবাই ফাইনাল খেলায় মুসল্লাপার্ক স্পোটিং ক্লাবকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন