বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করেছে কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব জেদ্দা কেন্দ্রীয় কমিটি।
গেলরাতে রাতে জেদ্দার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক আজগর আলির সভাপতিত্বে, সংগঠনের সদস্য সচিব সোহাগ হোসেন মজুমদার ও ওমর ফারুখ এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা লাকসাম উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন আহবয়ক আব্দুর রহমান বাদল, বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন, জেদ্দা মহানগর যুবদলের আহ্বায়ক বাহার উদ্দিন বাদল, ইউসুফ খান, জাফর আহমেদ মজুমদার, মোস্তফা কামাল, নাছের উদ্দিন, তাহের মিয়াজি, মাসুদ আহমেদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ সিদ্দিক, ফারুখ মজুমদার, হুমায়ুন আহমেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন সরকার ইশ্বানিত হয়ে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে, বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেত্রী এবং দেশের অত্যান্ত জনপ্রিয় নেত্রী তাই তার জীবন রক্ষার জন্য তাকে মুক্তি দিয়ে তার উন্নত ও সুচিকিৎসার সুযোগ দেয়া সরকারের মানবিক দায়িত্ব রয়েছে বলে জানান প্রবাসী বি এন পির নেতারা।