সিলেট জেলার নবনির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন ।আজ বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় দক্ষিন সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে শপথ নিয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিলেট বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক আসাদ উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব। তিনি হেলিকপ্টার প্রতীকে ৮৯টি কেন্দ্রে ৩২,৮৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আতাউর রহমান খান পান ১৪,৭৪১ ভোট। গত ১ এপ্রিল বিয়ানীবাজারসহ সিলেটের বিভাগের সবকটি উপজেলা নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছ