রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পেলেন বিলেতবাসী লেখক আরাফাত তানিম



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ পেয়েছেন বিলেতবাসী কবি ও লেখক আরাফাত তানিম। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রবন্ধ বিভাগে ‘একাত্তরের রমজান: গণহত্যা ও নির্যাতন’ গ্রন্থের জন্য আরাফাত তানিম এই পুরস্কার অর্জন করেন।

এবারে ৪ জন নবীন সাহিত্যিক ‘কালি ও কলম’ তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮’ পেয়েছেন। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এ প্রতিযোগিতায় বিবেচিত হয়েছে।

কথাসাহিত্য বিভাগে এবার দু‘জন এ পুরস্কার অর্জন করেছেন। তারা হলেন ‘যূথচারী আঁধারের গল্প’ গ্রন্থের জন্য নাহিদা নাহিদ ও ‘তিস্তা’ গ্রন্থের জন্য হারুন পাশা।
প্রবন্ধ গবেষণা ও নাটক বিভাগে ‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্র চিরায়ত রসবোধ’ গ্রন্থের জন্য শাহাদৎ রুমন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রবন্ধ বিভাগে ‘একাত্তরের রমজান: গণহত্যা ও নির্যাতন’ গ্রন্থের জন্য আরাফাত তানিম পুরস্কার অর্জন করেছেন।

শিশু-কিশোর সাহিত্য শাখায় মানসম্মত বই জমা না পড়ায় বিচারক মন্ডলী এ বিভাগে কোন বই বিবেচনা করেননি। তাই এ বিভাগে ২০১৮ সালে কোনো পুরস্কার দেয়া হয়নি।
২০১৮সালে কবিতা বিভাগেই মরুল মাহফুজের ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ গ্রন্থটি বিচারক মন্ডলী বিবেচনা করেছিলেন। পরবর্তীকালে কর্তৃপক্ষের গোচরে আসে এ গ্রন্থটি তাদের নির্ধারিত সময়ের(২০১৭সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত) আগেই প্রথম প্রকাশিত হয়েছিল। সেজন্য ২০১৮ সালের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ কবিতা বিভাগে কোনো গ্রন্থকে পুরস্কৃত না-করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারের অর্থ মূল্য প্রতিটি বিভাগে এক লক্ষ টাকা। লেখক আরাফাত তানিম ঢাকায় জাতীয় জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদক  মন্ডলীর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অতিথি ছিলেন বিশিষ্ট কবি, গবেষক অধ্যাপক কায়সার হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি আনিসুল হক।

আরাফাত তানিম লেখালেখির পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে জড়িত। স্যোসাল মিডিয়ায় মুক্তিযুদ্ধ এবং বাঙালির ইতিহাস-ঐতিহ্য বিষয় নির্ভর কাজে  তিনি একজন উচ্চারিত কণ্ঠস্বর। সংহতি সাহিত্য পরিষদ লন্ডন ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর নির্বাহি সদস্যের দায়িত্বে আছেন।

আরাফাত তানিম পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন  বিলেতের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন  সংহতি সাহিত্য পরিষদ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, পলল, কবিকণ্ঠ, ছান্দসিক ও কবিতাস্বজন এর নেতৃবৃন্দ।

ঢাকার দেশ পাবলিকেন্স থেকে প্রকাশিত এ গ্রন্থটি গত একুশে বইমেলায় দেশ প্রকাশনীর সেরা ১০টি গ্রন্থ তালিকায় মনোনীত হয়।
আরাফাত তানিম ১৯৮৪ সালের ১০ অক্টোবর সিলেট শহরে জন্ম গ্রহণ করেন। সিলেটের মদন মোহন কলেজ থেকে গণিতে স্নাতক এবং যুক্তরাজ্যের ওয়েলস ইউনির্ভাসিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

প্রতিশ্রুতিশীল  এই লেখকের  প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিতাগ্রন্থ ‘রাত্রির শেষ পৃষ্ঠা’ ও ‘বায়ান্নটি ছুটির দিন’ ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন