­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

আমিরাতে রাক বাংলা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন




সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী অনেক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আছে। সব সংগঠনেরই মূল উদ্দেশ্য দেশকে ভিনদেশে তুলে ধরা। কিন্তু আমিরাতে বাংলাদেশী ক্রীড়াবিষয়ক সংগঠন নেই বল্লে চলে। অথচ খেলাধুলা খুব সহজ মাধ্যম যা দিয়ে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরা যায়। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় রাক বাংলা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৯ এর উদ্বোধনীতে এসব বলেছেন বক্তারা।

শুক্রবার রাস আল খাইমায় রাক বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশী প্রবাসীরা এ খেলায় অংশ নিচ্ছেন।

আলাউদ্দিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল কলেজ রাস আল খাইমার সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ।

টুর্ণামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

৫ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কেটে টুর্ণামেন্টের সূচনা করা হয়। এর আগে বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এর সহ সভাপতি তাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী, প্রচার সম্পাদক আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র এর নির্বাহি সদস্য জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

উদ্বোধনী খেলায় সিলেট বনাম চট্টগ্রামের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ সময় সিলেটকে হারিয়ে চট্টগ্রাম বিজয়ী হবার গৌরব অর্জন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সদস্য মো: হাবিব উল্লাহ, জয়নাল আবেদিন, বখতেয়ার, মো: মূছা, জুয়েল, ইব্রাহিম, দুলাল, জয়নাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন