সৌদি আরবে মসজিদ খোলার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা ও বিধিনিষেধ। (৩১ মে ২০২০ থেকে প্রযোজ্য হবে )
১. আজানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ১০ মিনিট পরে বন্ধ করা।
২. আজান এবং ইকামাহের মধ্যে ১০ মিনিট অপেক্ষার সময় রাখা।
৩. প্রবেশের সময় থেকে নামাজের শেষ সময় পর্যন্তই জানালা এবং দরজা খোলা রাখা।
৪. মসজিদগুলি থেকে অস্থায়ীভাবে কোরআন এবং বই সরিয়ে নেওয়া।
৫. একে অপরের মধ্যে ২ মিটার দূরত্ব বজায় রাখা।
৬. দুই কাতারের মধ্যে এক কাতার ফাঁকা রাখা।
৭. সমস্ত ওয়াটার কুলার এবং রেফ্রিজারেটর বন্ধ রাখা।
৮. মসজিদের ভেতরে-বাইরে পানি বা খাবার বিতরণ স্থগিত রাখা।
৯. টয়লেট এবং ওযুর স্থান বন্ধ রাখা।
জুমার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা:
১. জুমার নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ২০ মিনিটের পরে বন্ধ করা।
২. নামাজসহ শুক্রবারের খুতবা ১৫ মিনিটের বেশি না হওয়া।
এই সতর্কতামূলক ব্যবস্থাগুলি মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববীর জন্য প্রযোজ্য নয়, হারামাইন কতৃপক্ষ পবিত্র মসজিদ দুইটির জন্য আলাদা স্বাস্থ্যবিধি প্রকাশ করবে। ৩১ মে এর পর থেকে মক্কা মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করতে পারবেন মুসল্লীরা। আর ২১ জুন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হবে এই পবিত্র মসজিদ।