বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিন বার এবং চতুর্থ বারের মত সরকার গঠন করায় ইতালির রোম মহানগর আওয়ামী লীগের তুসকোলনা শাখা আওয়ামী লীগের আয়োজনে বিজয় উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।গত২৩ জানুয়ারী রোমের তুসকোলনা একটি হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
তুসকোলনা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর ছত্তার ও যুগ্ম সাধারন সম্পাদক আবুল বাশারের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের ,সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান, মাহাবুব আলম প্রধান, দপ্তর সম্পাদক হাবিব মকদম,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন ,মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নয়না আহমেদ,যুবলীগের সিনিয়র নেতা আলাউদ্দিন শিমুল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে আধুুনিক ডিজিটাল বাংলাদেশ। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশ উন্নয়নে ভিষন ২০২১ থেকে ২০৪১ বাস্তবায়ন করার লক্ষে কাজ করবে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পি শাহনাজ সুমি ও তাহেরুল ইসলাম সঙ্গীত পরিবেশন করে।