বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «   পান্ডব একজনই  » «   বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত  » «   স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  » «   অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে পালনের আহ্বান জানালেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  » «   বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত  » «   পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত  » «   অমর একুশে বইমেলায় প্রবাসী লেখকদের সুহৃদ আড্ডা ও একাধিক গ্রন্থ প্রকাশ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালীর বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

অত্যন্ত জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালীর নাপলীতে বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পে ভিসুভায়ানোর নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।

১৩ই জানুয়ারি রবিবার নাপলীর তেয়াতরো ইতালীয়া সিনেমা হলে সংগঠনের সভাপতি  দেলওয়ার মুহাম্মদ এর  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি ও মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি নায়েব আলী। অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা শুরু হয় আব্দুস সবুরের  পবিত্র কুরআন থেকে তেলাওয়াত মাধ্যমে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনে রেজিওনে কাম্পানিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, বাংলা প্রেসক্লাব ইতালী সভাপতি শাওন আহমেদ, স্থানীয় মেয়র এডভোকেট ভিসেনসো কাটাপানো,  সমাজসেবক মাহবুবুল আলম মামুন,  রাজনীতিবিদ ফেরদৌস উকিল,  ব্যবসায়ী আরমান মোশারফ, সাংবাদিক মোল্লা মনিরুজ্জামান ও ফারুক হাসান, এডভোকেটে মো. ইমাম হোসেন রতন, মো. রফিকুল বেপারী প্রমূখ।

বক্তারা নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং প্রবাসীদের কল্যাণে সামাজিক ও আলোকিত  কাজ করে যাওয়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের প্রধান উপদেষ্টা আব্দল্লাহ আল মনছুর, উপদেষ্টা প্রাণ কৃষ্ণ বনিক, সহ সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক মো. মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল পাটওয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সহ স্থানীয় সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি নায়েব আলীসহ বক্তারা বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের নতুন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে নতুন কমিটি সংগঠনের অগ্রযাত্রায় আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশা ব্যাক্ত করেন। এছাড়াও বাংলাদেশ সমিতি ইতালী যে কোন ধরনের সমস্যায় সার্বক্ষণিক সহযোগিতায় থাকবে বলে আশ্বস্ত করেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ দেলোয়ার বলেন, এখানে একটি বাংলা স্কুল, সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষ ব্যবস্থা, প্রবাসীদের লাশ দেশে পাঠানো ইত্যাদি সমাজকল্যাণ মূলক কাজ করার ক্ষেত্রে এই এসোসিয়েশন বিশেষ ভূমিকা রাখবে।

বাংলা প্রেস ক্লাব ইটালীর সভাপতি শাওন আহমেদ বলেন,  প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝেও  এই এসোসিয়েশন ধারাবাহিক ভাবে সমাজকল্যাণে কাজ করবে। প্রবাসে ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষের  কাছে তুলে ধরবে বাংলাদেশের ঐতিহ্য ও জন কল্যাণমূলক কাজগুলো।                                                                                                                                                                 

আলোচনা ও পরিচিতি পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত চ্যানেল আই ইউকে গানের ভূবনের উপস্হাপক সামসুল আলম জাকী’র সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি নিয়ে মন মাতানো বিভিন্ন ধরনের গাণ পরিবেশন করেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি লন্ডনের জনপ্রিয় সংগীত কন্ঠশিল্পী শতাব্দী কর, প্রীতম সাহাসহ  অন্যান্য  শিল্পীরা।

হলভর্তি দর্শক শতাব্দী করসহ অন্যান্য শিল্পীদের গাণের তালে তালে পুরো হল আনন্দে মাতিয়ে রাখেন।   প্রায় পাঁচ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে বাংলাদেশ এসোসিয়েশন সানজোসেপ্পের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান  সকলের মন ছুয়ে গেছে বলে উপস্থিত অতিথি এবং আগত দর্শকরা নিজেদের প্রতিক্রিয়ায় বলেছেন।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন