নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে এসেছেন।
২৮ অক্টোবর রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথরো বিমান বন্দরে এসে পৌছলে তাঁকে স্বাগত জানান নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার সভাপতি আবুল হেলাল চৌধুরী সেলিম,সহ সভাপতি আব্দুল মান্নান, আরুক চৌধুরী,অর্থ সম্পাদক রুকশানা সোনিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো.দারা মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ৫নভেম্বর পূর্ব লন্ডনের ব্লুমোন সেন্টারে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর একুশে পদক প্রাপ্তিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এছাড়াও তিনি যুক্তরাজ্যে অবস্থানকালে নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন জনসচেতনামূলক ক্যাম্পেইনে অংশগ্রহন করবেন।