শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে ৬দিনের সফরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ২৩ সেপ্টেম্বর, রবিবার স্থানীয় সময়  দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ-১৮৫ নিউইয়র্কের পার্শ্ববর্তী নিউজার্সি রাজ্যের নিউ ওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।

বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আছেন। এবারের সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি এমপি, আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সহ  ৫০সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দলও শেখ হাসিনার সফরসঙ্গী রয়েছেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দীন এবং জাতিসংঘে বাংলাদশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

এর পূর্বে গত ২১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। লন্ডনে একদিন অবস্থান করে রবিবার সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

 

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের  বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা বিমাবন্দরে উপস্থিত ছিলেন। তাদের   মূহর্মহ শ্লোগানে এসময় বিমাবন্দরের ‘টার্মিনাল- বি‘ মুখরিত হয়ে উঠে। এসময় পূর্ব ঘোষনানুযায়ী যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাতে বিমানবন্দরের টার্মিনাল বি-তে অবস্থান করেন। এসময় তারা বিভিন্ন ধরণের শ্লোগান দেন। দু দলের কর্মী সমর্থকদের হাতে এসময় নানাধরনের প্ল্যাকার্ড, ফেষ্টুন শোভা পাচ্ছিলো।

 

জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য ‘মেকিং দি ইউনাইটেড নেশন্স রিলেভেন্ট টু অল পিপল: গ্লোবাল লিডারশিপ অ্যান্ড শেয়ারড রেসপনসিবিলিটিস ফর পিসফুল, ইকুইট্যাবল অ্যান্ড সাসটেইনেবল সোসাইটিজ।’ যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের জন্য প্রেরণাদায়ক।

এবারের সফরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেখ হাসিনা ভাষণ দেবেন। এসময় রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের প্রয়োজনীয়তা এবং এর পথে পথে প্রতিবন্ধকতাগুলো তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনের জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ গ্রহন করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে আধুনিক প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা ও দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সরকারের অবস্থান ও বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক অর্জন উপস্থাপন করবেন।

২৭ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এছাড়াও তিনি অধিবেশনের ফাঁকে একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। এসময় জাতিসংঘে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইর সঙ্গেও তাঁর বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হবেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাঁকে সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত করবে।

গ্লোবাল হোপ কোয়ালিশন তাঁকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

অন্যান্য বারের মতো এবারও সাধারণ অধিবেশনে ভাষন দানের পরদিন ২৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদশের স্থায়ী মিশনের নিউ ইয়কস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐদিন বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। ২৯ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন