স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় কাতালোনীয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৯তম বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যটন নগরী বার্সেলোনার বাংলাদেশি বার্গার গ্রীল রেস্টুরেন্টে বিজয় দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরী, স্পেন আওয়ামীলীগ নেতা মুহিবুল হাসান কয়েছ, খালেদুর রহমান খালেদ,কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান সুমন, জাফার হোসাইন,কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি হানিফ শরিফ।
শুরুতে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণ করে বলেন, জাতির জনকের নেতৃত্বে দীর্ঘ নয় মাসে অর্জিত মহান স্বাধীনতা আজ বিশ্বে একটি উন্নয়নমুখী রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। এজন্য দেশবাসীর সাথে প্রবাস থেকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে প্রবাসে আলোকিতভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
বক্তারা বলেন- স্পেনে বাংলাদেশ আওয়ামীলীগকে আরও ঐক্যবদ্ধ এবং বুদ্ধিভিত্তিক কার্যপরিচালনার মাধ্যমে সকল মতবেদ ভুলে এক যোগে কাজ করতে হবে।
মহান বিজয় দিবসের তাৎপর্য ও কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যাক্ত করে বিশেষ বক্তব্য দেন কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন,সহ-সভাপতি বাবুল আহমদ,মহিউদ্দিন কিশোর।
এছাড়া অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ আহমদ,যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু,সামাদ আহমদ,মানিক,আশরাফুল ইসলাম মাসুদ,জাহিদুল আমীন দিপু,মামুন হোসাইন,ফারহান উদ্দিন ও মাসুম রহমান প্রমুখ।