স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’ এর আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’ এ ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি প্রদর্শিত হচ্ছে। ‘কাসা এশিয়া’ এর ৭ম ফিল্ম ফেস্টিভ্যাল হলেও এবারই প্রথম ৬টি দেশের তথ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে; যেখানে বাংলাদেশের ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হচ্ছে।
১৪ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে সন্ধ্যা এবং ১৬ অক্টোবর একই সময়ে বার্সেলোনার দিয়াগনাল, “বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়।
‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দর্শকদের অনুভূতিতে নাড়া দিয়েছে এবং এটি বাংলাদেশের ইতিহাসবোধে অনন্য ভূমিকা রাখবে বলেই স্পেন প্রবাসী দর্শকরা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন-
কণ্ঠ: তিশা সেন
আরও পড়ুন:
স্পেনে এশিয়ান চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে ‘হাসিনা:এ ডটার্স টেল ‘ প্রদর্শিত