যুক্তরাজ্যে সফরত সিলেট বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর এর সম্মানে আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করেছে বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে। ২৮ আগষ্ট মঙ্গলবার, পূর্ব লন্ডনের বারাকা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ থেকে আগত মেয়র আব্দুস শুকুর নির্বাচনের সময় প্রবাসীদের নানা সাহায্য সহযোগীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র জানান- ‘বিয়ানীবাজার শহরের মেইনরোডস্থ অস্থায়ী মাছবাজারটি নির্মিত নিদৃষ্ট ভবনে শীর্ঘ্য স্থানান্তর করা হবে। এছাড়াও অন্যান্য জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলোও চিহ্নিত করা হয়েছে এবং ধারাবাহিক ভাবে দ্রুত সমাধানে কাজ করা হচ্ছে। যার সুফল অচিরেই নগরবাসীর কাছে দৃশ্যমান হবে।’
যুক্তরাজ্য প্রবাসী পৌর মেয়র আব্দুস শুকুর বলেন- ‘প্রবাসীরা দেশে এলাকার উন্নয়নসহ গরীব, নি:স্বদের সাহায্যে নিরবিচ্ছিন্নভাবে অনেক কাজ করছেন। ভবিষ্যতেও এ ধরনের মানব হিতৈষী কাজগুলো অব্যাহত রাখান অনুরোধ জানাচ্ছি।’
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্হার উপদেষ্টা আলহাজ্ব রউফুল ইসলাম, হাজী বাজিদুর রহমান, অধ্যাপক আব্দুল মালিক, মনোজ্জির আলী, মুজিবুর রহমান এখলাছ, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক করিম উদ্দিন, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রফিক উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ মামুন রশিদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ, পৌর উন্নয়ন সংস্হার কোষাধ্যক্ষ আতিক হোসেন, সহ সভাপতি নুরুজ্জামান,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্টের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, নয়াগ্রাম সমিতির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন,সংস্হার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, খাসাড়ীপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ কামরুল হোসেন মুন্না, নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারন সম্পাদক মুজিব রহমান, কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ শফিকুল হক এবাদ প্রমুখ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মানিক হোসেন,খালেদ আহমদ ডালিম,জাকারিয়া মাহমুদ,বাবুল হোসেন,শিপলু রহমান,আবু সুফিয়ান,শামসুর সুমেল,তারেক আহমদ ও সাকিব তাপাদার।
মতবিনিময় শেষে সংস্থার পক্ষ থেকে রাতের খাবার আপ্যায়ন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতা হোসেন,রহিম উদ্দিন, আনোয়ার আহমদ মুরাদ,মোজাহিদুল ইসলাম,আব্দুল হাকিম হাদী,আমিনুর রহমান সেলিম,আবু আহমদ ছরওয়ার,জসিম উদ্দিন, ইকবাল হোসেন,খায়রুল ইসলাম আলিম,গোলাম রব্বানী,আমিনুল ইসলাম লিটন,কয়েছ আহমদ,এমরান আহমদ,শামীম আহমদ,আবু বক্কর সিদ্দিক,কামাল হোসেইন রউফ,আং বাতিন,আমিনুল ইসলাম,শামীম আহমদ,তোফায়েল আহমদ পারভেজ,আব্দুল কুদ্দুস রানা,আবুল হোসেন আলম,আলমগীর খোরশেদ প্রমুখ।
কণ্ঠ: তিশা সেন