­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

ছাত্ররা নির্মাণ করলো প্রিয় শিক্ষকের বাড়ী ‘আলোর ভূবন’



 

শিক্ষকরা জাতির বাতিঘর’ উচ্চারিত কথাটির সাথে আমরা পরিচিত থাকলেও বাস্তবে সমাজ ও রাষ্ট্রে কতটা প্রতিফলিত হয়- তা আমাদের অজানা নয়।

তারপরও ‘মানুষ গড়ার কারিগর’ এই মর্যাদার শ্রদ্ধাভাজনরা আমাদের সমাজে এখনও সবচেয়ে শ্রদ্ধাভাজন,আদর্শজন।
সমাজে আলোর প্রদীপগুলোকে জ্বালিয়ে রাখা শিক্ষাগুরুদের অনেক শিক্ষার্থী আছেন, যারা প্রিয় শিক্ষককে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রাখেন সমাজে।
এমনই একটি অনুকরণীয় কাজ সমাজে আলো ছড়িয়ে দিয়েছে ছাত্র-শিক্ষক এর শ্রদ্ধা ও ভালোবাসায়।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগুরুকে নির্মাণ করে দিয়েছেন একটি পাকাঘর।নাম দেয়া হয়েছে ‘আলোর ভুবন’ । প্রায় চার শতক জমির উপর নির্মিত গৃহে তিনটি বেড রুম, দুটি বাথরুম, একটি রান্নাঘর ও একটি ষ্টোর রোম রয়েছে।
গৃহ নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৫ লক্ষ টাকা। নিরবে এই কাজটি করেছেন তাঁর ছাত্র যুক্তরাস্ট্র,যুক্তরাজ্য, কানাডা ও বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থী।

আব্দুন নূর বিয়ানীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করে অবসরে আছে।
১০ আগস্ট শুক্রবার উদ্যোক্তাদের উদ্যোগে প্রিয় স্যারের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর এর নির্মিত বাড়ীতে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
স্যারের বাড়িতে এই সময় ছিল আবেগ মাখা মুহূর্ত। সবার চোখ ছিল আনন্দে ভেজা।
এসময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান, যুক্তরাস্ট্র প্রবাসী জাকারিয়া আহমদ, ব্যবসায়ী মনসুরুল হক , খায়রুল আলম শামীম । পুরো কাজটির সমন্ধয়ে ছিলেন কবীর আহমদ, সেলিম আহমদ ও আব্দুল আহাদ। সবার বাড়ী সিলেট বিয়ানীবাজার উপজেলায়।

উদ্যোক্তাদের কেউই মূলত বিষয়টি প্রকাশ করতে চাননি। ৫২বাংলা টিভি অনুকরণীয় কাজটি দেখে সেখানে উপস্থিত হয়েছিল।
স্যাররে প্রতি কৃতজ্ঞতার কাজটি করতে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন