­
­
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «  

হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের পূণ্যভূমি মক্কা এবং মদীনা



১২ আগস্ট শনিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে । আর এর সাথে শুরু হয়েছে হজের দিন গণনা।

সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, ৯ জিলহজ, তথা ২০ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হবে এবারের হজ। সৌদি হজ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী  এবছর ১৩ লাখ মুসলমান বিভিন্ন দেশ থেকে হজে আসছেন। স্থানীয় হাজির সংখ্যা ২০ লাখ। সব মিলিয়ে ৩৩ লাখ হাজি আরাফাত ময়দানে এবার উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৬৫৩৩ জন হাজি সৌদি আারবে পৌঁছেছেন। ১৭ আগষ্ট শেষ ফ্লাইট পর্যন্ত অবশিষ্ট সব হাজি এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।

যে সব হাজি মদিনায় রয়েছেন, তাঁরা হজের আগেই মক্কায় ফিরে আসবেন। কার্যতঃ ৮ জিলহজ, তথা ১৯ আগস্ট, রবিবার থেকেই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঐদিন হাজিগণ এহরাম পরে মিনায় পৌঁছবেন। সবার মুখে থাকবে তালাবিয়া- ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির।’

বাংলাদেশ হজ কাউন্সেলর মাকসুদুর রহমান জানিয়েছেন, নির্বিঘ্নে ও সফল হজ ব্যবস্থাপনার জন্যে তারা প্রস্তুতি নিয়েছেন। তবে কিছু হজ এজেন্সির বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সৌদি কর্তিপক্ষ এবং বাংলাদেশ হজ মন্ত্রনালয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সৌদি আরবে এখন গরমের তিব্রতা অনেক বেশি। সব সময় মাস্ক পরে, রোদে ছাতা ব্যবহার, খাবার ক্ষেএে সর্তক থাকার পরামর্শ দিচ্ছেন মেডিকেল টিম। ২৪ ঘন্টা বিষেশজ্ঞ ডাক্তার দ্বারা হাজিগণের সেবা দিয়ে আসছে মেডিকেল টিম।

হাজিগণের সাথে কথা বলে জানা গেছে, প্রচন্ড গরমে তাঁরা কিছুটা অস্থির। তারপরও আল্লাহর মেহমানগণ সুষ্ঠভাবে হজ আদায়ে মনোবল দৃঢ় করেছেন। সকলের তারা প্রস্তুতি নিয়েছেন কাছে দোয়া চেয়েছেন।

নারী হজযাত্রীদের জন্য নারী হজকর্মী নিয়োগ দেয়া গুরুত্বপুর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন মদীনা হজ অফিসের ইনচার্জ এবিএম আমিন উল্লাহ্‌ নুরী। তিনি বলেন, নারী হজ যাত্রীদের সার্বক্ষনিক সেবায় নিয়োজিত আছেন নারী হজকর্মীরা।

মহিলা হাজিগণ হোটেল থেকে হারাম শরীফে যাওয়া- আসা, অসুস্থ্য হয়ে গেলে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া, ক্লিনিকে ভর্তি হওয়া নারীকে সেবা দেয়া, পথ ভুল করে অন্যকোন স্থানে চলে গেলে সেখান থেকে নির্ধারিত হোটেলে নিয়ে আসার জন্য ২৪ঘন্টা কাজ করছেন এই নারী হজ কর্মীরা।

সৌদি আরবে এসে ইন্তেকাল করেছেন ৩৬ জন হজযাত্রী।এদের মধ্যে পুরুষ-৩০, মহিলা-৬জন।

 

কণ্ঠ: সুমু মির্জা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন