জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২০’ আরব আমিরাতের নানা প্রদেেশের মাঠে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে।
টুর্ণামেন্টকে ঘিরে আরব আমিরাতের ৭টি প্রদেশের প্রবাসীদের মধ্যে আনন্দ উত্তেজনা বিরাজ করছে। দিনের কাজ শেষে রাতের বেলা অনুশীলন করছেন নানা প্রদেশের টিম। একটু ক্লান্তি নেই তাদের চোখে মুখে। আছে মনোবল আর আনন্দের চিহ্ন।
এরই ধারাবাহিকতায় গতকাল আজমানের হুমেইদ বন আব্দুল আজিজ স্টেডিয়ামে আজমান কমিউিনিটি টিমের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আজমান টিেমের আহবায়ক ইসমাইল গনি চৌধুরী, যুগ্ম আহবায়ক বারেকুজ্জামান, যুগ্ম সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, লক্ষ্মীপুর ফোরাম ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন, আজমান আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ এহসান চৌধুরী, কোচ মুনসুর মোহাম্মদ খলিল সহ অনেকেই উপস্থিত ছিলেন।