বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   লন্ডনে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান, দেড়শত হাজার পাউন্ডের বেশি সংগ্রহ  » «   লন্ডনে পেশাজীবীদের সেমিনারে বক্তারা : দেড় কোটি প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ পূনর্গঠনে ভূমিকা রাখতে চায়  » «   মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এম সি এ) এর সদস্য সম্মেলন সম্পন্ন  » «   সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ব্রিটিশ বাংলাদেশী চিকিৎসক ডা.শফি‘র  ‘দ্যা ফিউচার এনএইচএস এ্যাওয়ার্ড’ লাভ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা ব্রিটিশ বাংলাদেশী চিকিৎসক  ডা শফি আহমদ  গৌরবজনক ‘দ্যা ফিউচার এনএইচএন এ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

 ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় এই এ্যাওয়ার্ড  প্রদান করা হয়।

আজ ৪ জুলাই  বুধবার এই এ্যাওয়ার্ড ব্রিটিশ পার্লামেটে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঘোষনা এবং প্রদান করা হয়েছে। ন্যাশনাল হেলথ সার্ভিস এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই  এ্যাওয়ার্ড ব্রিটেনের স্বাস্থ্যসেবায় জন্য অত্যন্ত সম্মানজনক।

 

২০১৩ সালে ১৪ এপ্রিল হোয়াইটচ্যাপেলের রয়েল লন্ডন হসপিটালের সার্জন ডা. শফি আহমদ গুগল প্লাস দিয়ে উইচ্যাটের মাধ্যমে অপারেশন থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করেন। ডা. শফির  এ সম্প্রচার ভার্চ্যুয়াল জগতে হৈচৈ ফেলে দেয়। র্ভাচ্যুয়াল রিয়েলিটি তৈরী করে অপারেশন থিয়েটারের ৩৬০ ডিগ্রীতে দেখা যাচ্ছিলো ওই অস্ত্রোপাচারে। অস্ত্রোপাচার সরাসরি সম্প্রচারের ফলে বিশ্বের প্রায় ১৩০টি দেশের চিকিৎসক ও শিক্ষার্থী সরাসরি ইন্টারনেট  এর মাধ্যমে অস্প্রোপাচার সম্প্রচার দেখেন।

এরপর থেকে ভার্চ্যুয়াল চিকিৎসক হিসাবে তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে।

ব্রিটেনের জাতীয় স্বাস্থসেবা- এনএইচএস-এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৫ জুলাই। ব্রিটেনের জাতীয় গৌরব হিসাবে বিবেচিত এনএইচএস ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বিভিন্ন ধরণের আয়োজন করা হয়েছে।  যার অংশ হিসাবে  আগের দিন, ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে প্রদান করা হলো দ্যা ফিউচার এনএইচএন এ্যাওয়ার্ড।

 

এই এওয়ার্ডের জন্য প্রত্যেক এমপিকে তাঁদের নিজ নিজ  নির্বাচনী এলাকার এনএইচ চ্যাম্পিয়ান বাছাই করে মনোনয়ন দিতে বলা হয়। অনেকগুলো  আবেদনের মধ্য থেকে  বেথনাল গ্রিন এন্ড বো  আসনের এমপি রশনারা আলী ডা. শফিকে মনোনীত করেন। 

পুরস্কার প্রাপ্তির পর ডা. শফি স্যোসাল মিডিয়ায়   ব্রিটিশ পার্লামেন্টে এর বিরোধীদলীয় নেতা এবং লেবার পার্টির প্রধান জরমি করবিন এমপি ও এমপি রশনারা আলীকে নিয়ে আনন্দ ব্যক্ত করেছেন-

‘What an honour by the members of parliament. The Future NHS Award for 70 years of the NHS. I’m so fortunate to help serve the people of the East End of London and to work in one of the best hospitals in the world. Barts Health NHS Trust.’

 

ডা. শফি সিলেট বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর গ্রামের ব্রিনেটবাসী মরহুম হাজি মিম্বর আলীর  দ্বিতীয় পুত্র। তাঁর জন্ম বাংলাদেশের গ্রামের বাড়িতে। ডা. শফির গর্বিত মা সুফিয়া খানম রানী। তাঁর বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পূর্ব পাকিস্থান ওয়েলফেয়ার ইউকে এর সভাপতি ছিলেন।

ডা. শফির স্ত্রী-ও একজন ডাক্তার। এক ছেলে ও এক মেয়ের জনক ডা. শফি বিশ্বব্যাপী আলোচিত সার্জন হলেও বাংলাদেশী কমিউনিটির সাথে তার রয়েছে নাড়ির গভীর সম্পর্ক। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিতে তাঁর পেশাগত পরিচয় ছাড়াও মানবিক কাজে তাঁর অনুকরণীয় পরিচিতি বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করছে দিন দিন।

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন