মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃত্যু: পরিবার পাবে ৫ লাখ টাকা ও চাকরি
- আপডেট সময় : ০৫:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 68
ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে কমিটির প্রধান করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট স্টেশনের কাছে ঘটনাস্থল পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
গঠিত কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।
উপদেষ্টা জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তার পরিবারের একজন যোগ্য সদস্যকে ডিএমটিসিএলে চাকরির সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, “দুর্ঘটনাটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, নাকি এটি কোনো নাশকতা ছিল, কমিটি সে বিষয়টি তদন্ত করে দেখবে।”
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে আহত হন আরও দুজন।
ফয়জুল কবির জানান, উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৩টার দিকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।
বিয়ারিং প্যাড কী
সেতু ও মেট্রোরেলের মতো উঁচু কাঠামোয় ভায়াডাক্ট ও পিয়ারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়।
বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, ওপরের কাঠামো থেকে পিয়ারে ভার স্থানান্তর করা এবং ট্রেন চলাচলের সময় সৃষ্ট কম্পন শোষণ করাই বিয়ারিং প্যাডের মূল কাজ।


















