ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডিসেম্বরেও হচ্ছে না একুশে বইমেলা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 139

অমর একুশে বইমেলার একটি স্টল

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা ‘স্থগিত’ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলা একাডেমি। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে মেলার আয়োজক প্রতিষ্ঠানটির ভাষ্য।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম রবিবার রাতে সংবাদ মাধ্যমকে জানান, “বইমেলা নির্বাচনের আগে করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী তারিখ চূড়ান্ত করে জানাব।”

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃংখলা সংক্রান্ত এক সভায় ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ বলে সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত ‘প্রস্তাব আকারে’ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমিকে জানানো হয়। সেই প্রস্তাবের প্রেক্ষাপটে মেলার পূর্বনির্ধারিত তারিখ ‘স্থগিত’ ঘোষণা করল বাংলা একাডেমি।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এক সভায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারণ করেছিল বইমেলা।

স্বাভাবিকভাবে বাংলা একাডেমির আয়োজনে প্রতিবছর আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সৌহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরেও হচ্ছে না একুশে বইমেলা

আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

এবার ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা ‘স্থগিত’ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলা একাডেমি। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে মেলার আয়োজক প্রতিষ্ঠানটির ভাষ্য।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম রবিবার রাতে সংবাদ মাধ্যমকে জানান, “বইমেলা নির্বাচনের আগে করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী তারিখ চূড়ান্ত করে জানাব।”

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃংখলা সংক্রান্ত এক সভায় ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’ বলে সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত ‘প্রস্তাব আকারে’ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলা একাডেমিকে জানানো হয়। সেই প্রস্তাবের প্রেক্ষাপটে মেলার পূর্বনির্ধারিত তারিখ ‘স্থগিত’ ঘোষণা করল বাংলা একাডেমি।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এক সভায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারণ করেছিল বইমেলা।

স্বাভাবিকভাবে বাংলা একাডেমির আয়োজনে প্রতিবছর আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সৌহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়।