আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 98
উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচি আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব এবং তার শারীরিক পরিস্থিতির কারণে সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডনযাত্রা তৃতীয়বারের মতো স্থগিত হলো।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন কোনো তারিখ জানাতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর যেকোনো দিনই তাকে নেওয়া হবে।”
বিএনপির একজন চিকিৎসক জানান, গত কয়েক দিন ধরে ম্যাডামের শারীরিক অবস্থা একই রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ফ্লাই করার উপযোগিতা নিয়েও ভাবতে হচ্ছে।
বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতারের সহযোগিতায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকায় থেকে এটি যাত্রা করবে।
গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে লন্ডন নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিমানে কারিগরি সমস্যার কারণে শেষ মুহূর্তে যাত্রার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সব ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শারীরিক অবস্থা অনুকূল থাকলে রোববার খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, বিমানের উড্ডয়ন সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর থেকেই খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রাখে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশের চিকিৎসকরাও পরামর্শ দিতে যুক্ত হন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের জটিলতা ছাড়াও ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা সমস্যায় ভুগছেন।



















