­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

বাংলা গানে বিশ্ব মাতাতে চান আমিরাত প্রবাসি শিহাব সুমন



কথায় আছে- প্রতিটি প্রবাসি প্রাণ যেন নিঃসন্দেহের দেশপ্রেমিক। আবার প্রতিটি প্রবাসি প্রাণ যেন একেটি মরমি শিল্পী সত্বা। আরব আমিরাত প্রবাসি কণ্ঠশিল্পী শিহাব সুমনের বেলায় কথা দুটো বাস্তবে মিল পাই। তার গানে যেমন আছে দেশের প্রতি মমত্ববোধ তেমনি দরদমাখা কণ্ঠে সুর তুলেন প্রবাসের যাপিত জীবন নিয়ে। কাজের অবসরে গানের সারেগামায় নিচক আনন্দ পেতে তার এ আয়োজন।

সাত সাগর আর তেরো নদী পেরিয়ে জীবনের ঘাত প্রতিঘাতে গুনগুন করে প্রতিটি প্রবাসি যেন নিজের মনের কিছু কথা বলে বেড়ায়। দীর্ঘশ্বাস আর প্রিয়জনের বিরহে গুনগুন হয়ে ওঠে জীবনের গান। প্রতিপ্রাণে কবিসত্বার সাথে গায়কসত্বাও থাকে। কেউ তা প্রকাশ করতে পারে, কেউ পরে না। যারা পারে তাদের দলে শিহাব সুমন। তিনি বাংলা গানের পাখি হয়ে বাঁচতে চান দেশ বিদেশে। ‘বাংলায় গান গাই’ এই বাংলা গান নিয়েই যেন তিনি বিশ্ব মাতাতে চান এমন মনোবল চোখেমুখে।

স্বাধীনতার স্বপক্ষের কণ্ঠযোদ্ধা শিহাব সুমন গেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়েও গান। একজন মৌলিক শিল্পীর জাতির প্রতি যে কমিটমেন্ট সেটি পাওয়া যায় শিহাব সুমনের ব্যক্তি জীবনেও। একাত্তর সালে প্রাণ দিয়েছেন কণ্ঠযোদ্ধারা। আবার দুর্দিনে কণ্ঠ ছেড়ে জাগিয়েছেন বিশাল জনগোষ্ঠি। দেশের প্রতি দায়বোধ আর মহান মুক্তিযুদ্ধের অপ্রতুল চেতনা তার বুকের গহিনে। অনেকটা পূর্বসূরিদের দেখানো পথে যেন তিনি নোঙর ফেলতে চান গানের দরিয়ায়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছেলে শিহাব সুমন। দেড় যুগ আগে নিজের স্বপ্ন বিনির্মাণে পাড়ি জমান আরব আমিরাতে। দেশটির রাজধানী আবুধাবীর আল আইনে নিজের ব্যবসা করে যাচ্ছেন তিনি। শখের বশে গান করে বের করেছেন দুটো এলবামও। ২০১৫ সালে ‘তোমাকে মনে পড়ে’ এবং ২০১৮ সালে ন্যান্সির সাথে ‘ইশারায় দিয়েছি বলে’ এলবাম বের করে কুড়িয়েছেন সুনাম। মৌলিক গান যেন তার প্রেরণা। করেছেন ১০০টিরও উপরে কাভার গান। বাংলার পাশাপাশি তিনি হিন্দিতেও গেয়েছেন। তবে বাংলা যেন তার কাছে অমৃত সুধার সুখ এনে দেয়।

আগামি জীবনেও আরো ভালো গান করে দেশ ও দশের মাঝে বাঁচার ইচ্ছে তার। প্রবাসের যাপিত জীবন নিয়ে কোন গান করার পরিকল্পনা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন—যেহেতু আমি প্রবাসি অবশ্যই প্রবাসির জীবনধারা নিয়ে গান করবো। তার এগিয়ে চলাতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন