গুণীজনদের সম্মান জানানোর মাধ্যমে সুন্দর সমাজ সৃষ্টি হবে। সুন্দর সমাজ প্রতিষ্টা করতে গুণীজনদের বিকল্প নেই। সমাজকে এগিয়ে নিতে তাঁদের খুবই প্রয়োজন। এসব গুণীজনদের সম্মান জানাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সব সময় প্রস্তুত থাকে।
সংযুক্ত আরব আমিরাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লুর আমিরাত আগমন উপলক্ষে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে এসব বলেন বক্তারা। রবিবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রব।
সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্টপোষক নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, আব্দুল মান্নান, সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, কাছা উদ্দিন কাছা, রহমত আলী শোয়েব, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, কার্যকরী পরিষদের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী এনাম।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়নের পরিষদের সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, লুৎফুর রহমান, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, আপ্যায়ন সম্পাদক মকলিস মিয়া, ডাঃ শামসুল ইসলাম মুন্না, চুনু মিয়া, সোহেল মিয়া, আবু সুফিয়ান, জুবের আহমদ, শামীম আহমদ, নাজমুল ইসলাম, আল আমিন প্রমুখ।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মহান ফেব্রুয়ারী মাসে নিহত সকল শহীদ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আবু রুকিয়ান।
সংবর্ধিত অতিথিদের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এবং গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ আমিরাত শাখার পক্ষে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।