­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিলেন ৪৫ হাজার বাংলাদেশী



সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ (১ আগস্ট হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত )দীর্ঘ পাচঁ মাস পর গতকাল (৩১ ডিসেম্বব) শেষ হয়েছে। এই পাঁচ মাসে প্রায় ৪৫ হাজার অবৈধ বাংলাদেশি প্রবাসীকে আমিরাতে বৈধ হতে আবুধাবী দূতাবাস ও দুবাই কনস্যুলেট হতে নতুন পাসপোর্ট বা এম আর পি দেয়া হয়েছে।গতকাল সোমবার রাষ্ট্রদূত ডাঃ মুহাম্মদ ইমরান সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান জানান, ‘মাত্র ৫ মাস সময়ের মধ্যে নিয়মিত পাসপোর্ট প্রত্যাশী ছাড়াও অবৈধ অভিবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশিকে বৈধ করা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় এই বিশাল কাজ সম্পন্ন আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য যে, আমিরাত সরকার গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমে তিন মাসের ও পরে আরো ১ মাস করে দুই মাস সময় বৃদ্ধি করে মোট ৫ মাসের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল। রাষ্ট্রদূত আমিরাতে অবস্হানরত বৈধ অভিবাসীদের ভিসা ট্রান্সফার উন্মুক্ত হবার কথাটিও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, প্রায় ৪৫ হাজার প্রবাসী ইতিমধ্যে ৬ মাসের জব সিকার ভিসা পেয়েছেন। এবং যারা ৬ মাসের জব সিকার ভিসা পেয়েছেন তারা যত দ্রুত সম্ভব কাজের ভিসা লাগাতে চেস্টা করবেন। ইতিমধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আউট পাশ নিয়ে অনেক প্রবাসী দেশে চলে গেছেন। যার সংখ্যা পাচঁ হাজারের অধিক। তিনি সকল প্রবাসীকে আমিরাতে বৈধ হয়ে বসবাস করার আহবান জানান। ভিসা পরিবর্তন সহ নানা জটিলতায় তিনি প্রবাসীদের দূতাবাস ও কনস্যুলেটে আসার আহবান জানান।

 

কণ্ঠ: তিশা সেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন