­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

দুবাইয়ে আজ থেকে ট্রেন ও বাস আবার চালু হয়েছে



আজ থেকে দুবাই শহরে চালকবিহীন মেট্টো, বাস এবং দুবাই গোল্ড সৌক খুলে দেয়া হয়েছে। তবে লোকদের মুখে মাস্ক পরিধান করা এবং নিরাপদ সামাজিক দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে। বাস এবং চালকবিহীন মেট্টোতে সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক দূরত্বের জন্যও নেয়া হয়েছে নতুন পদক্ষেপ। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর উল্লেখযোগ্য স্বর্ণের ক্ষেত্র দুবাইয়ের সোনা বাজার তথা দুবাই গোল্ড সৌক খুলে দেয়াতে আবার প্রাণের স্পন্দন পেতে শুরু করেছে দুবাই শহর।

এদিকে দেশটির আজমান প্রদেশে বন্ধ থাকা সেলুন, শপিং মল এবং রেস্টুরেন্ট আজ থেকে আবার খোলা হয়েছে। স্থানীয় অর্থনৈতিক কর্তৃপক্ষের নির্দেশে আরো জানানো হয়েছে যে, সব ধরণের সুরক্ষার প্রস্তুতির পাশাপাশি জাতীয় জীবানুমুক্তকরণ প্রক্রিয়ায় জন্য রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেয়া বিধি নিষেধ মেনে চলতে হবে।

দেশটিতে রমজান চলাকালিন সময়ে সকল ধরণের প্রাইভেট সেক্টরে অন্য সময়ের চেয়ে আরো ২ ঘণ্টা চাকুরি করার সময় কমিয়েছে দেশটির সরকার। কাজের বেলায় শ্রমিকদের আইন আগের মতো অব্যাহত আছে। ১০০ ভাগ শ্রমিকের জায়গায় করোনাকালিন সময়ে ৩০ ভাগ রাখতে সরকার থেকে আদেশ দেয়া হয়েছে।

এদিকে দুবাইয়ের ভোক্তা ও গ্রাহক অধিকার কর্তৃপক্ষ করোনাকালিন সময়ে আইন অমান্য করার দায়ের ২১টি দোকান বন্ধ করেছে। ৬৫টি দোকানকে সতর্কতা জারি করা হয়েছে এবং ৭ জনকে জরিমানা করা হয়েছে।

দুবাইয়ের ফিরোজ আল মুরার, আল নাখিল, ইন্টারন্যাশনাল সিটি, হোর আল আনাজ, সাতওয়া, আল রাফা, সৌক আল কাবীর, করামা, আল কুসাইস, আল নাহদা এবং আল বারশা এলাকার কিছু দোকানকে আইন অমান্য করায় বন্ধ করা হয়েছে।

এদের মধ্যে জুতা মেরামত, সাধারণ বাণিজ্য, গাড়ির আনুষাঙ্গিক বিক্রয়কারি, অ্যালুমিনিয়াম বাণিজ্য, মোবাইলের দোকান, টেইলার, মোবাইল ফোন ট্রেডিং, কল এবং কর্মশালার সরঞ্জাম ব্যবসায়ি ছিলেন বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন